ডিজিটাল লেনদেনের জন্য রাষ্ট্রায়ত্ত পেমেন্ট সিস্টেম চালু করেছে পাকিস্তান
আন্তঃব্যক্তিক লেনদেনের জন্য একটি রাষ্ট্রায়ত্ত ডিজিটাল ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু করেছে পাকিস্তান। মঙ্গলবার 'রাস্ট' নামের এই পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
ইসলামাবাদে হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান খান বলেন, "এই প্রোগ্রাম পাকিস্তানের শ্রমিক শ্রেণিকে ফোনের মাধ্যমে লেনদেন করতে সাহায্য করবে এবং সঞ্চয়ের হার বাড়াবে।"
এই প্রযুক্তির সুবিধাগুলো তুলে ধরে ইমরান বলেন, এই প্রোগ্রাম সঞ্চয়ের হার বাড়াতে এবং কর ও জিডিপির অনুপাত উন্নত করতে সাহায্য করবে।
ডিজিটাল ব্যাংকিংয়ের এই নতুন ব্যবস্থাকে 'বৈপ্লবিক' আখ্যা দিয়ে পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন বলেন, এটি ই-কমার্স ও তথ্য-প্রযুক্তি সংক্রান্ত রপ্তানিকে উৎসাহিত করবে।
তারিন বলেন, "আগে চেক বা নগদ অর্থের মাধ্যমে সব জায়গায় লেনদেন করতে হতো। রাস্টের মাধ্যমে এখন কয়েক সেকেন্ডের মাঝেই লেনদেন করতে পারবে সবাই।"
রাস্ট কী এবং কীভাবে কাজ করে
'রাস্ট' স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের তৈরি করা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের সাধারণ নাগরিক এবং সরকারি ও ব্যবসায়ী সংস্থাগুলো লেনদেন ও রেমিট্যান্স পাঠাতে পারবে।
সাধারণ জনগণের জন্য ডিজিটাল মাধ্যমে ব্যাংকিং ও আন্তঃব্যক্তিক লেনদেন করার পথ খুলে দিয়েছে এই প্রোগ্রাম।
এছাড়া বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও সরকারী সংস্থাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে স্বল্প খরচে তাদের কেন্দ্রীয় সিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ করে দিবে রাস্ট।
গত বছর ব্যবসা ও বিনিয়োগের পর্যায়ে এই প্রোগ্রাম সাফল্য পাওয়ায় এখন নাগরিক পর্যায়েও চালু করা হয়েছে একে।
সূত্র: জিও নিউজ।