চাতক: বৃষ্টির পানির অপেক্ষায় থাকে যে পাখি
পানি পান করা ছাড়া যে বেশিদিন বেঁচে থাকা সম্ভব না, তা আমাদের সবারই জানা। কিন্তু এই পৃথিবীতেই এমন জীব আছে যারা পানি পান করা ছাড়াই দিনের পর দিন কাটিয়ে দিতে পারে।
বিষয়টি অবিশ্বাস্য হলেও এদের মধ্য অনেক জীবই নির্দিষ্ট কোনো উৎসের পানি পান করে থাকে। এ ধরনের প্রাণির মধ্যে চাতক অন্যতম।
বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো উৎসের পানি পান করে না এই পাখি। কোনো স্থানে বৃষ্টি কম হলেও অন্য কোনো উৎস থেকে পানি পান করে না চাতক।
মূলত এশিয়া ও আফ্রিকায় চাতক দেখতে পাওয়া যায়। ভারতে মূলত উত্তরখণ্ডে চাতকের দেখা মেলে। স্থানীয় ভাষায় একে 'চোলী' বলা হয়।
লম্বা লেজওয়ালা কালোরঙা হয় এই পাখি। এর বিজ্ঞানসম্মত নাম 'ক্ল্যামাটর জ্যাকোবিনাস'। ২০ বছর বাঁচে এই পাখি।
- সূত্র: নিউজ এইটিন