ফাইনালের আগে সাকিবের অসুস্থতা নিয়ে ধোঁয়াশা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্দা নামার অপেক্ষায়। ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের দিন ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন করার কথা ছিল দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের। কুমিল্লার অধিনায়ক এলেও সাকিবকে এদিন পাওয়া গেল না। তার জায়গায় 'প্রক্সি' দিলেন নুরুল হাসান সোহান।
ফাইনালের আগে বরিশালের অধিনায়ক না থাকার কারণ খোঁজা হলো। কিন্তু কারণ জানা গেল দুটি, উল্টো সাকিবকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফটো সেশনের আগে ফরচুন বরিশালের ম্যানেজার সাব্বির খান জানান, পেটের পীড়ার কারণে সাকিব উপস্থিত নেই। এদিন নাকি মাঠেই আাসেননি তিনি। যদিও পরে সোহান জানালেন, জিম নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তো মাঠে আসেননি সাকিব।
ফটো সেশনের আগে সাকিবকে না দেখে সাংবাদিকরা সাব্বির খানকে তার ব্যাপারে জানতে প্রশ্ন করেন। উত্তরে সাব্বির বলেন, 'পেটের সমস্যার কারণে সাকিব আসতে পারেননি।' ফুড পয়জনিং কিনা জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, অমন কিছুই।'
যদিও ধোঁয়াশা তৈরি হয় বরিশালের সহ-অধিনায়ক সোহানের বক্তব্যে। সাকিবের না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি (সাকিব) জিম বা অন্য কিছু করছে। যে কারণে হয়তো আসতে পারেননি। যে কারণে আমার এখানে আসা। আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি আমি জানি না।'
ম্যানেজার যে পেটের পীড়ার কথা জানিয়েছেন, সেটা সোহানকে জানানো হয়। দুই রকম তথ্য কেন? এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, 'আমি তো বললাম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে দেখেছি উনি জিমে ছিল। তার পরেরটা আসলে আমি খুব বেশি জানি না।' অসুস্থতা নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় ফাইনালে সাকিব খেলবেন কিনা, প্রশ্ন করা হয় সোহানকে। তিনি বলেন, 'হ্যাঁ, ইনশা আল্লাহ, আশা করি।'