বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা, ট্রাফিক আইন মানছেন না বাইকাররা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় বুধবার দিবাগত রাতে একটি মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই কাজল আক্তার (২৫) এবং চালক রফিকুল ইসলাম (৩২) নিহত হন।
পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তারা বলছে, নিহতদের অবস্থা দেখে ধারণা করা যায় কোন গাড়ি তাদের চাপা দিয়েছে।
একই রাতে রাজধানীর শাহবাগ এলাকায় ট্রাকচাপায় খাদেমুল ইসলাম (৩৮) নামে আরেক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলযোগে খাদেমুল মিরপুরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকচালক তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। ট্রাক ও চালককে এখনো শনাক্ত করা যায়নি।
এভাবে গত কয়েক বছর ধরে মোটরসাইকেলের ব্যবহার বাড়ার সাথে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনাও।
সংশ্লিষ্টরা বলছে ঢাকাসহ অন্য শহরগুলোয় যানজটের কারণে মোটরসাইকেল ব্যবহারে মানুষের উৎসাহ বাড়ছে। পাশাপাশি রাইড শেয়ারিংয়ের কারণে মোটরসাইকেলের চাহিদা আরও বেড়েছে।
এছাড়া অন্য পরিবহনের চেয়ে দামে সাশ্রয়ী হওয়ায় মোটরসাইকেল এখন মানুষের হাতের নাগালে।
সড়ক দূর্ঘটনা নিয়ে কাজ করা একাধিক সংগঠনের তথ্যমতে, তিন বছরে মোট দুর্ঘটনা ঘটেছে ১৪ হাজার ৭৯৯টি। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে কমপক্ষে ৪ হাজার ৬৪৮টি। এতে প্রাণ গেছে অন্তত ৪ হাজার ৬২২ জনের।
গত তিন বছরে মোট দুর্ঘটনার ৩১ শতাংশই ঘটেছে মোটরসাইকেলে। আর দুর্ঘটনায় নিহতদের ২৭ শতাংশই মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।
সড়ক দূর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাইন্ডেশনের নিবাহী পরিচালক সাইদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সারাদেশে প্রায় আনুমানিক ৪০ লাখ মোটরসাইকেল আছে যার প্রায় ২০ লাখের উপরে চলছে ঢাকাতেই।"
"ঢাকায় যানজটসহ পরিবহন সুবিধা ভালো না থাকায় মোটরসাইকেলে চলাচলে আগ্রহী হচ্ছে সবাই। ফলে রাজধানীতে দূর্ঘটনাও বেড়ে চলেছে। এ দুর্ঘটনার অন্যতম কারণ ট্রাফিক আইন না মানা। ক্রমাগত বেড়ে চলা এ দুর্ঘটনায় রোধে চালকদের সচেতনতা ও প্রশাসনেরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে," বলেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক উত্তরা) মো. বদরুল হাসান টিবিএসকে বলেন, "সম্প্রতি মোটর সাইকেল দূর্ঘটনা বেড়ে গেছে। মোটরসাইকেল চালকদের মধ্যে আইন না মানার প্রবণতা রয়েছে।"
"বেপরোয়া গতিতে নিয়ম না মেনে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি," জানান তিনি।