পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব বাধ্যতামূলক: জাইরা ওয়াসিম
ধর্মীয় কারণে ১৮ বছর বয়সেই অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছিলেন জাইরা ওয়াসিম, এবার 'দঙ্গল' খ্যাত এই প্রাক্তন অভিনেত্রী কথা বলেছেন হিজাব বিতর্ক নিয়ে। দীর্ঘ ফেসবুক পোস্টে কর্ণাটকের স্কুল-কলেজে হিজাবের ওপর জারি প্রতিবন্ধকতার কঠোর সমালোচনা করেছেন জাইরা। এটি 'অন্যায়', দাবি তার।
জাইরা তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, হিজাব আদতে কোনও পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব আসলে বাধ্যবাধ্যকতা। তার মতে, 'হিজাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পছন্দ, এই ধারণা একেবারেই অজ্ঞানতাপ্রসূত। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারণা অজ্ঞতা থেকেই আসে। হিজাব ইসলামে কোনও বিকল্প নয়, এটা একটা দায়িত্ব। একজন নারী যখন হিজাব পরেন, তখন তিনি সেই দায়িত্ব পালন করেন যা তিনি আল্লাহর থেকে পেয়েছেন। যাকে তিনি ভালবাসেন এবং যে সর্বশক্তিমানের কাছে নিজেকে সমর্পণ করেছেন'। নিজের উদাহরণ টেনে জাইরা বলেন, 'আমি একজন নারী হিসেবে কৃতজ্ঞতা ও বিনম্রতার সঙ্গে হিজাব পরি'।
মুসলিম নারীদের হিজাব ও শিক্ষার মধ্যে কোনও একটাকে বেছে নিতে হচ্ছে, তা পুরোপুরিভাবে অন্যায় ও অনৈতিক বলেও জানিয়েছেন জায়রা। প্রাক্তন বলিউড তারকা লেখেন, 'এভাবে তাদের একটি নির্দিষ্ট বিষয় পছন্দ করতে বাধ্য করা হচ্ছে। এতে একটা অ্যাজেন্ডা পূরণ হচ্ছে। এবং তারপর ওই নারীদেরই সমালোচনা করা হচ্ছে, যারা ওই তৈরি করা খাঁচায় আটকে পড়েছে।'
হিজাব বিতর্কের সূ্ত্রপাত গত বছর ডিসেম্বরে, যখন হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে রাজ্যের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এরপর থেকে রাজ্যের একাধিক কলেজে নিষিদ্ধ হয়েছে হিজাব। চলতি মাসে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ চত্বরে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে। আপতত বিষয়টি কর্ণাটক হাইকোর্টে বিচারাধীন।
২০১৯ সালের ৩০শে জুন সবাইকে অবাক করে দিয়ে 'দঙ্গল', 'সিক্রেট সুপারস্টার'-এর মতো ছবির মুখ জাইরা ঘোষণা করেছিলেন শোবিজ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি। বিপন্ন ধর্ম-বিশ্বাস এই কারণ দেখিয়ে জাইরার অকাল অবসর নিয়ে কম শোরগোল পড়েনি, তবে নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরি কন্যা।