ইউক্রেনে 'পূর্ণ মাত্রায় আগ্রাসন' শুরু করেছে রাশিয়া
বৃহস্পতিবার এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা দাবি করেছেন, ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালাতে শুরু করেছে রাশিয়া। শান্তিপূর্ণ শহরগুলোকে রুশ সেনারা তাদের অস্ত্রের প্রধান লক্ষ্য বানিয়েছে।
সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনজুড়ে সামরিক স্থাপনাগুলোতে রকেট হামলা চালানো হচ্ছে। সেইসঙ্গে রাশিয়ার সৈন্যরা দেশটির দক্ষিণের বন্দর শহর ওডেসা এবং মারিউপোলে জড় হতে শুরু করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে রাজধানী কিয়েভের বরিসপিল বিমানবন্দর দিয়ে কর্মকর্তা এবং যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে কুলেবা বলেন, "পুতিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছেন। তার নির্দেশে ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলোতে এখন হামলা চলছে।"
"এটি আগ্রাসনের যুদ্ধ। ইউক্রেন নিজেকে রক্ষা করবে এবং জিতবে। এই বিশ্ব পুতিনকে থামাতে পারে এবং অবশ্যই থামাতে পারে। এখনই পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়", তিনি আরও বলেন।
- সূত্র: রয়টার্স