ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য যেসব জরুরি নম্বর চালু আছে
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা সীমান্তবর্তী বিভিন্ন দেশ- পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা প্রভৃতিতে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন।
তাদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে-
১। স্লোভাকিয়া এবং হাঙ্গেরি: অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস-
রাহাত বিন জামান (ডেপুটি চিফ অব মিশন) +৪৩ ৬৮৮ ৬০৩৪৪৪৯২
জুবায়দুল এইচ. চৌধুরী (এসিও) +৪৩ ৬৮৮ ৬০৬০৩০৬৮
২। রোমানিয়া এবং মলদোভা: রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস- +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯
মীর মেহেদী হাসান (টেলিফোন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ) +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯
৩। পোল্যান্ড: পোল্যান্ডের ওয়ারশে বাংলাদেশ দূতাবাস-
মো. মাসুদুর রহমান (+৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২)
মো. মাহবুবুর রহমান (+৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩)
ফারহানা ইয়াসমিন (+৪৮ ৬৯০ ২৮২ ৫৬১)
বিল্লাল হোসেন (+৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫)
মো. রব্বানী (+৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩)
ইতিমধ্যে ইউক্রেনের চলমান পরিস্থিতিতে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।
পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।