রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে রাতারাতি ১৮ বিলিয়ন ডলার খোয়ালেন ইলন মাস্ক ও জেফ বেজোস
বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। সেই হামলার জেরে এক দিনেই ১৮ দশমিক ৭১ বিলিয়ন ডলার হারিয়েছেন বিশ্বের শীর্ষ দুই ধনী ইলন মাস্ক ও জেফ বেজোস।
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক খুইয়েছেন ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।
অন্যদিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ও অ্যামাজন সিইও জেফ হারিয়েছেন ৫ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
২৩ ফেব্রুয়ারি টেসলার প্রতি শেয়ারের মূল্য ছিল ৭৬৪.০৪ ডলার, যা এর আগের ট্রেডিং সেশনের চেয়ে ৭ শতাংশ কম।
কমেছে অ্যামাজনের শেয়ারের দামও। বুধবার অ্যামাজনের প্রতি শেয়ারের দাম কমেছে ১০৭.৪১ ডলার।
রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালানোর ঘোষণার পরপরই কমে এল দুই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ।
এছাড়াও এই হামলার জেরে ধস নেমেছে ক্রিপ্টোকারেন্সির বাজারে।
অন্যদিকে চড়চড় করে বেড়ে গেছে অপরিশোধিত তেলের দাম। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাচ্ছে।
এছাড়া জ্বালানির পর খাদ্য সরবরাহেও বড় ধরনের সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে চলমান ইউক্রেন সংকটের কারণে।