‘কাল প্রথম বল থেকেই চার-ছক্কা মারার চেষ্টা করব’
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও বাংলাদেশের ব্যাটিং চিন্তার কারণ হয়ে আছে। দ্বিতীয় ওয়ানডেতে ৩০৬ রানের ইনিংসটি বাদ দিলে ব্যাট হাতে দুর্দশা অবস্থা ছিল ঘরের মাঠের দলটির। প্রথম ম্যাচে ২১৬ রান পাড়ি দিতে নেমে ৪৫ রানেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজের ব্যাটে সে যাত্রায় মুক্তি মিললেও শেষ ওয়ানডেতে রক্ষা হয়নি। ১৯২ রানেই গুটিয়ে গিয়ে ম্যাচ হারতে হয় ৭ উইকেটের বড় ব্যবধানে।
চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের বাজে কেটেছে। সিনিয়র এই তিন ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তোলা হয়।
আফগান পেসার ফজল হক ফারুকীর একই ধরনের ডেলিভারিতে বারবার আউট হওয়ায় সমালোচনা হজম করতে হয় তামিমকে। একইভাবে মাহমুদউল্লাহর ধীরগতির ব্যাটিং নিয়েও চরম সমালোচনা হয়। তবে এসবে কান না দিয়ে মাহমুদউল্লাহ জানালেন, টি-টোয়েন্টিতে প্রথম বল থেকেই চার-ছক্কার মারার চেষ্টা থাকবে তার।
আফগানদের বিপক্ষে তিন ইনিংসে ব্যাটিং করা মাহমুদউল্লাহ ৫৪.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৪৩। তার সর্বোচ্চ রানের ইনিংস ২৯*। তিন ইনিংসের দুটিতে অপরাজিত থাকেন তিনি। তবে ওয়ানডে মেজাজে খেলা হয়নি তার। তিন ম্যাচে অভিজ্ঞ এই ক্রিকেটার চার মেরেছেন একটি, নেই কোনো ছক্কা।
টি-টোয়েন্টি ফরম্যাটে এলেই স্ট্রাইক রেটের হিসাব কষা হয়, গণনায় থাকে চার-ছক্কাও। আফগানিস্তানের বিপক্ষে ৩ মার্চ প্রথম টি-টোয়েন্টির আগে তাই মাহমুদউল্লাহকে মনে করিয়ে দেওয়া হয় পুরো সুরিজে তার একটি চার মারার ব্যাপারটি। এতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক খানিকটা বিরক্তই হয়েছেন বলে মনে হয়েছে।
পুরো সিরিজে মাত্র একটি চার মেরেছেন, টি-টোয়েন্টিতে কোন মাইন্ড সেট আপ থাকছে আপনার? সংক্ষিপ্ততম ফরম্যাটের সিরিজ শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে বেশি কিছু বললেন না মাহমুদউল্লাহ, 'আমি ইনশা আল্লাহ কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।'
দলে নিজের জায়গা নিয়ে শঙ্কা আছে কিনা, এদিন মাহমুদউল্লাহকে এমন প্রশ্নও করা হয়। উত্তরে তিনি বলেন, 'আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? না, আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমার মনে হয় যে আমি টিক পথেই আছি। সম্ভবত আমাকে কিছু ভালো বলে শট খেলতে হবে, আমি ঠিক রাস্তায় ফিরে আসব।'