ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশের জাহাজে রকেট হামলা, ১ নাবিক নিহত
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন জাহাজে থাকা নাবিক সালমান সামি।
ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকা পরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলা হয়েছে। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় প্রায় ৯ টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন জাহাজে থাকা নাবিক সালমান সামি।
তিনি বলেন, রকেট হামলায় জাহাজে আগুন ধরে যায়। এসময় সবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগুন নেভানো গেছে। হামলায় আমাদের সঙ্গী হাসিদুর রহমান নিহত হয়েছেন, বাকিরা সবাই সুস্থ আছেন।