কেন দুই লাখ পর্যটককে বিনামূল্যে ঢুকতে দেওয়া হয়েছে তাজমহলে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/03/03/tajmahalphotoians.jpg)
মঙ্গলবার সকাল থেকেই আগ্রার তাজমহল প্রাঙ্গণে হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করে। দুপুরের মধ্যে জনারণ্যে ছেয়ে যায় এই প্রান্তর, জায়গা থাকে না পা ফেলারও। এদিন (১ মার্চ) প্রায় দুই লাখ পর্যটক বিনামূল্যে প্রবেশ করে এই জনপ্রিয় পর্যটন এলাকায়। কিন্তু কেন?
শাহ জাহানের ওরস
মোগল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি-মার্চ মাসে তিনদিনব্যাপী ওরস পালিত হয় তাজমহল প্রাঙ্গণে। করোনা মহামারির জন্য ২০২০ সালে বন্ধ ছিল এই ওরস। ২০২১ সালে পালিত হলেও করোনার ঝুঁকিতে এর পরিসর ছিল সীমিত। তাই, বলতে গেলে দুই বছর পর আবার পূর্ণাঙ্গভাবে পালিত হয়েছে এই অনুষ্ঠান।
পহেলা মার্চ ছিল এবারের ওরসের শেষদিন। শুধু এদিনই তাজমহল প্রাঙ্গণে দুই লাখ মানুষ জড়ো হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবারের ওরসের মূল প্রতিপাদ্য ছিল- বিশ্বশান্তি, রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান এবং যুদ্ধক্ষেত্রে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/03/03/673178-tajmahal-pti-041818.jpg)
ওরস উপলক্ষে ১৩৮১ মিটার দীর্ঘ একটি চাদর বানায় শাহজাহান ভক্তরা, যেটি ভারতের বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। মঙ্গলবার এই চাদর দিয়ে ঢাকা হয় শাহজাহান এবং তার স্ত্রী মমতাজের সমাধি।
তাজমহল কর্তৃপক্ষ জানায়, রোববার এবং সোমবার দুপুর ২টা থেকে বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হয়েছে পর্যটকদের। আর মঙ্গলবার সারাদিনই ছিল এই সুযোগ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।