নারীদের জন্য হরমোনজনিত রোগের বিশেষ টাস্ক ফোর্স
হরমোন বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও গবেষণা করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি তৈরি করেছে বিশেষ উইমেন হেলথ টাস্ক ফোর্স।
আজ এই টাস্ক ফোর্সের লোগো উন্মোচন ও বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাবে।
বিশেষজ্ঞ হরমোন চিকিৎসকরা বলেন, ডায়াবেটিসে, খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম বা জগিং, ওষুধ বা ইনসুলিন গ্রহণ কিংবা নিয়মিত হেলথ চেক আপের বেলায় পরিবারে পুরুষ আর নারীর সচেতনতায়, সুযোগ প্রাপ্তিতে তারতম্য দেখা যায়। সুস্বাস্থ্য রক্ষায় ও চিকিৎসা সেবা গ্রহণে নারীর ক্ষমতায়নও আরও বাড়াতে হবে।
বাংলাদেশ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবির) সভাপতি অধ্যাপক ফেরদেৌসী বেগম জাতীয় পর্যায়ে প্রতিটি অন্তঃসত্ত্বা নারীর থাইরয়েড ও ডায়াবেটিস পরীক্ষা চালুর প্রয়োজনীয়তার কথা বলেন।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক মো আশরাফুজ্জামান দেশে নারীদের হরমোন জনিত সমস্যাগুলি নিয়ে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ ও গবেষণার ওপর জোর দিয়ে আশা প্রকাশ করেন, ইউমেন টাস্ক ফোর্স প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে তথ্য উপাত্ত ও গবেষণা ফলাফল প্রকাশ করবে।
অনুষ্ঠানে গর্ভকালীন ডায়াবেটিস ও নারীর বিভিন্ন বয়সে থাইরয়েডের সমস্যা নিয়ে দুটি প্রতিবেদন উপস্থাপন করেন ডা রুশদা শারমিন ও ডা শারমিন চৌধুরী।
এ সময় বাংলাদেশে ডায়াবেটিস গবেষণার অগ্রদূত ইমেরিটাস অধ্যাপক ডা. হাজেরা মাহতাবকে বিশেষ সম্মাননা দেয়া হয়।