মানকাড এখন রান আউট, বদলাচ্ছে ক্রিকেটের আরও নিয়ম-কানুন
ক্রিকেটের অনেক নিয়ম-কানুনে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু করা হবে। মানকাড আউটের বিতর্কের ইতি টানছে এমসিসি। এটাকে বৈধতা দেওয়া হচ্ছে, এখন মানকাড হবে ফেয়ারপ্লে।
বল ডেলিভারির আগে নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান বেরিয়ে গেলে বোলার স্টাম্প ভেঙে আউট করতে পারেন। আউটের এই নিয়ম থাকলেও এটাকে স্পিরিট অব ক্রিকেটের পরিপন্থী ভাবা হতো। এতদিন ক্রিকেটের নিয়মের ৪১ নম্বর ধারায় ছিল মানকাড আউট। এবার ৩৮ নম্বর ধারায় মানকাড আউটটি নিয়ে আসার প্রস্তাব দেয়া হয়েছে।
আরও কয়েকটি নতুন নিয়ম জারি করেছে এমসিসি। কোনও ব্যাটসম্যান ক্যাচ আউট হওয়ার আগে নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান উইকেটের মাঝ প্রান্ত পেরিয়ে গেলে বা স্ট্রাইক প্রান্তে চলে গেলেও নতুন ব্যাটসম্যান ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন। ওভার শেষ হলে স্বাভাবিক নিয়মেই ব্যাটসম্যানরা প্রান্ত বদল করবেন।
করোনাকালে বলে লালার ব্যবহারে নিষেধাজ্ঞা ছিলো। এবার লালা ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে এমসিসি। লালা ব্যবহার করা এখন থেকে বল বিকৃতির আওতায় পড়বে।
ওয়াইড বলের ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। বোলার দৌড় শুরুর সময় ব্যাটসম্যানের অবস্থান বিবেচনায় ওয়াইড দেওয়া হবে। ফিল্ডাররা অবৈধ সুবিধা নিলে পেনাল্টি দেওয়া হবে। ব্যাটিং দলের স্কোরকার্ডে যোগ হবে ৫ রান।
ম্যাচ চলার সময় অনেক ক্ষেত্রেই পাখি বা অন্য প্রাণীর গায়ে বল লাগতে পারে, দর্শক মাঠে ঢুকে যেতে পারে। এ ক্ষেত্রে আম্পায়ার যদি মনে করেন, খেলার ব্যাঘাত ঘটেছে বা কোনো পক্ষ ক্ষতির শিকার হয়েছে, তাহলে 'ডেড বল' ঘোষণা করবেন।