সাকিব ঘরোয়া ক্রিকেট নিয়ে অনাগ্রহের কথা বলেনি, আমরা আবেদন করব: মোহামেডান
দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থা নেই জানিয়ে সফরটি থেকে বিরতি চান তিনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সব ধরনের ক্রিকেট থেকেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে। যা নিয়ে বিপাকে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলার কথা সাকিবের।
বিসিবির দেওয়া বিশ্রামে দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব নেই, এটা বলাই বাহুল্য। লম্বা বিশ্রাম দেওয়ায় মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগেও তার খেলার সুযোগ কম। ক্লাবটি সুপার লিগে উঠলে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু শুরু থেকেই সাকিবকে দলে চায় মোহামেডান।
দলটির দাবি, সাকিব কখনও ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে অনাগ্রহের কথা বলেনি। তাই তারা সাকিবকে খেলাতে বিসিবির কাছে আবেদন করবে। আজই নিজেদের মধ্যে আলোচনায় বসবে মোহামেডান। আলোচনায় আসা সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দিনের মধ্যে তারা আবেদন করবে বলে জানালেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমাদের জন্য খবরটা সত্যিই খুব কষ্টদায়ক। সাকিবকে আমরা পেয়েছিলাম গত বছর। এবারও তাকে রেখে দিয়েছি। আমরা এবার চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করছি। এ জন্য সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজদের মতো জাতীয় দলের খেলোয়াড়দের দলে নিয়েছি। কিন্তু শুনলাম বিসিবি তাকে বিশ্রামে পাঠিয়েছে।'
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই, কিন্তু তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর কারণটা বুঝতে পারছেন না মাসুদুজ্জামান। তার ভাষায়, 'সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিল। সে ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে অনাগ্রহের কথা কখনই বলেনি। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে এসে খেলতে পারতো।'
'এখন এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত যদি না খেলে, তাহলে তাকে কোনোভাবেই আমরা পাব না। আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। আজ আমাদের মিটিং কল করা হয়েছে। তাকে নিয়ে আলোচনা করব। তাকে পেতে যদি বিসিবির কাছে আবেদন করা লাগে তাহলে করব। কয়েক দিনের মধ্যেই আমরা আবেদন করব বলে ভাবছি।' যোগ করেন তিনি।
শুরু থেকে না পেলেও সুপার লিগ থেকে সাকিবকে যেকোনো উপায়ে চায় মোহামেডান। মাসুদুজ্জামান বলেন, 'অন্তত সুপার লিগ নিশ্চিত হলে সাকিব যেন খেলতে পারে, বিসিবি সেই ব্যবস্থা করে দিক। সে খেললে তো ঢাকা লিগেরও লাভ। জৌলুস বাড়বে। এটাও তো বিবেচনায় আনতে হবে। কারণ সব খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা থেকে এসে খেলবে, সে বিরতিতে থাকবে। এটা কেমন হলো! আমরা তাকে যেকোনো উপায়ে পেতে চাই। সে দলের সঙ্গে থাকলেই হলো।'