বিবাহবিচ্ছেদের কারণ জানালেন আমির খান
১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন আমির খান এবং কিরণ রাও। কিন্তু বন্ধুত্ব আগের মতোই আছে। ছেলে আজাদকে একসঙ্গে বড় করে তোলার সিদ্ধান্তও নিয়েছেন তারা। এবার নিউজ ১৮'র এক বিশেষ সাক্ষাৎকারে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন 'মিস্টার পারফেকশনিস্ট'।
বিচ্ছেদের আগেই অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। বিচ্ছেদের পর সেই গুঞ্জন আরও গতি পায়। কিন্তু সাক্ষাৎকারে এই গুজবকে উড়িয়ে দিয়েছেন আমির।
আমির বলেন, "বেশ কয়েক বছর আগে কিরণ আমাকে বলেছিল, আমার আসলে পরিবারের দিকে মনোযোগ নেই। বলছিল, কোনো পারিবারিক আলোচনা চলাকালেও তোমার মনোযোগ অন্য দিকে থাকে। তুমি অন্য প্রকৃতির মানুষ। কিন্তু সে সবসময়ই মিষ্টি সুরে আমায় বলতো, 'আমি চাইনা তুমি বদলে যাও। বদলে গেলে আমি যে মানুষটার প্রেমে পড়েছিলাম, তুমি আর সেই মানুষ থাকবে না। আমি তোমার মেধা ও ব্যক্তিত্বকে ভালোবাসি। তাই আমি চাই না তুমি বদলে যাও।' কিন্তু আজ যখন সাত বছর আগেকার কথা স্মরণ করি, দেখি যে গত ৬-৭ মাসেই কতকিছু বদলে গেছে আমার!"
এটাই কি বিচ্ছেদের কারণ হয়ে উঠেছিল কিনা, এমন প্রশ্নে আমির বলেন, "আমরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসি। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আছে। কিন্তু এটাই লোকে বুঝতে চায় না, কারণ এ বিষয়টি সচরাচর দেখা যায় না।"
'লগন' অভিনেতা আরও জানালেন, "আমরা বুঝতে পারছিলাম যে আমরা একে অপরকে ভীষণ পছন্দ করি, দুজন দুজনের পরিবারকে বুঝি। আমরা এখনো একটা পরিবারের মতো। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে আমাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে, তবে একই সাথে বিয়ে প্রথার প্রতিও আমাদের সম্মান বজায় আছে। আমরা আগামীতেও একে অপরের পাশে থাকবো, কাজ করবো। কিন্তু আমরা আর স্বামী-স্ত্রী নই। সেজন্যেই ইতি টেনেছি এই সম্পর্কে।"
বলিউড তারকা এও স্পষ্ট জানিয়েছেন যে, প্রথম স্ত্রী রিনা দত্তকেও তিনি কিরণ রাওয়ের কারণে ডিভোর্স দেননি। অভিনেতা বলেন, "রিনার সাথে বিচ্ছেদের সময় আমার জীবনে অন্য কোনো নারী ছিল না। অনেকেই ভাবে, রিনার সাথে বিচ্ছেদের সময় থেকেই আমি আর কিরণ ডেট করেছি। কিন্তু এটা সত্য না। আমরা তখন কেউ কাউকে চিনতামই না।"
আমির খান জোর দিয়ে বলেন, "এবারও কিরণের সাথে বিচ্ছেদের নেপথ্যে অন্য কোনো নারী ছিল না।"
সূত্র: নিউজ ১৮।