ইউক্রেন সংকট: রাশিয়াকে সহায়তার বিরুদ্ধে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
ইউক্রেনে আগ্রাসনের প্রতিক্রিয়ায় মস্কোর ওপর পশ্চিমাবিশ্ব যে নিষেধাজ্ঞা চাপিয়েছে, তা এড়াতে রাশিয়াকে সহায়তা করলে চীনকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা একাধিক সংবাদমাধ্যমকে বলেছেন, রাশিয়াকে সামরিক সহায়তার ইঙ্গিত দিয়েছে চীন।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছে। রাশিয়াও বেইজিংয়ের কাছে সামরিক সহায়তা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
মার্কিন ও চীনা কর্মকর্তাদের রোমে অনুষ্ঠিত বৈঠকের আগে উভয় পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।
ওয়াশিংটনের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক দিনে চীনের কাছে ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম চেয়েছে রাশিয়া।
এরই পরিপ্রেক্ষিতে, সোমবার রোমে যুক্তরাষ্ট্র-চীন বৈঠকের আগে এ সতর্কবার্তা দেয় দেশটি।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোমে আলোচনার জন্য চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সঙ্গে দেখা করার আগে চীনকে সতর্ক করে বলেন, রাশিয়ার ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করে সামরিক কিংবা আর্থিক সাহায্য করলে পরিণাম হবে ভয়াবহ। আমরা এমনটা হতে দেব না।
যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়াকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানে চীন উন্মুক্ততার ইঙ্গিত দিয়েছে।
এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেছিলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে সরাসরি ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে; এক্ষেত্রে বড় আকারের নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার প্রচেষ্টায় রাশিয়াকে সমর্থন করলে এর পরিণতি ভালো হবে না।"
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস চীন আগে থেকেই জানতো রাশিয়া ইউক্রেনে আক্রমণের আগে কিছু পদক্ষেপের পরিকল্পনা করছে। তবে কী পরিকল্পনা করা হয়েছিল তা পুরোটা জানতে পারেনি বেইজিং।
- সূত্র: বিবিসি