সস্তায় রাশিয়ার তেল কেনার আগে দু’বার ভাবুন: ভারতকে যুক্তরাষ্ট্র
রাশিয়া ভারতকে সস্তায় তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। আর সেই প্রস্তাব ভারত গ্রহণ করতে পারে এমন খবরের পরিপ্রেক্ষিতে দিল্লিকে সিদ্ধান্ত নেওয়ার আগে আরও দু'বার ভাবতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এরমধ্যে অপরিশোধিত তেল নিয়ে ভারত-রাশিয়ার সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন, "আমি মনে করি না এটি নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে।"
"তবে, এই মুহূর্তে ইতিহাসের বই লেখা হলে আপনি কোথায় দাঁড়াতে চান তা নিয়ে ভাবুন। রুশ নেতৃত্বের সমর্থন এই আক্রমণকে সমর্থন করা, যা স্পষ্টতই পুরো বিশ্বে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে", যোগ করেন তিনি।
উল্লেখ্য, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনলে তা আমেরিকার নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না। কিন্তু এই বাণিজ্যের কারণে কোয়াড জোটের মধ্যে চাপে পড়তে পারে ভারত। এ বিষয়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ড. অমি বেরা বলেন, "যদি প্রতিবেদনগুলো সঠিক হয় এবং ভারত কম মূল্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয়... তবে, নয়াদিল্লি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভ্লাদিমির পুতিনের পাশে থাকার সিদ্ধান্ত নেবে; যখন বিশ্বব্যাপী দেশগুলো ইউক্রেনের জনগণের সমর্থন করছে এবং এই যুদ্ধের বিরুদ্ধে একত্রিত হয়েছে।"
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনকে নাৎসিমুক্ত করতে সেদেশে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার তেল, গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও ধীরে ধীরে রুশ তেল, গ্যাস আমদানির পরিমাণ কমিয়ে আনার ঘোষণা দেয়। এই পরিস্থিতিতে ক্রেতার অভাবে ভারতকে সস্তায় তেল বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া। সেই প্রস্তাব গ্রহণে আগ্রহও দেখিয়েছে ভারত।
ভারতের তেল চাহিদার মোটামুটি ৮০ শতাংশই আমদানি হয় বিদেশ থেকে। এরমধ্যে রাশিয়া থেকে আমদানি হয় মাত্র ২ থেকে ৩ শতাংশ। কিন্তু কোভিড পরিস্থিতি এবং বিশেষ করে চলমান ইউক্রেন সংকটকে কেন্দ্র করে চলতি বছরে এখন পর্যন্ত তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। তাই ভারত সরকার দেশের ক্রমবর্ধমান জ্বালানি খরচ কমাতে রাশিয়া থেকে তেল কেনার কথা ভাবছে। সংকটের কারণে রাশিয়ার তেল সস্তায় পেলে ভারত তার আমদানির পরিমাণ আরও বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
- সূত্র: আরটি নিউজ, হিন্দুস্তান টাইমস