এবার কান-আকৃতির গাঁজার গাম বেচবেন মাইক টাইসন
১৯৯৭ সালে বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কিংবদন্তী বক্সার মাইক টাইসন। দুই যুগ পর আবার সেই কান নিয়েই হাজির হলেন 'ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট'-খ্যাত এই খেলোয়াড়। তবে এবারের এই কান চাইলে চিবনোও যাবে!
কাটা কানের আকৃতির এই গামগুলো গাঁজাসমৃদ্ধ। 'মাইক বাইটস' নামের নতুন এই গামগুলো নিয়ে এসেছে মাইক টাইসনের প্রতিষ্ঠান টাইসন ২.০। নিজের সবচেয়ে কুখ্যাত মুহূর্তকে তুলে ধরতেই যেন গামগুলো বাজারে ছাড়ছেন টাইসন।
চারবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতা হলিফিল্ড ১৯৯৬ সালে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় টাইসনকে পরাস্ত করেন। পরের বছরই বহুল প্রত্যাশিত রিম্যাচে হলিফিল্ডের কান কামড়ে দেন মাইক।
হলিফিল্ডের কানের ওপরের ছোট্ট একটি অংশ ছিঁড়ে নিয়ে তিনি থুথু ছিটান। তাৎক্ষণিকভাবে তাকে ডিজকোয়ালিফাই করা হয়। আকস্মিক এই ঘটনার পর থেকে রিম্যাচটি বক্সিংয়ের ইতিহাসে অন্যতম কুখ্যাত ম্যাচ হিসেবে পরিচিত।
মাত্র ২০ বছর ৪ মাস বয়সে সর্বকনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতেছিলেন মাইক টাইসন। সাম্প্রতিক বছরগুলোয় গাঁজাজাত বিভিন্ন পণ্য নিয়ে তিনি হাজির হন। এবার সেই ধারা অনুসরণ করেই টাইসন ২.০ প্রতিষ্ঠানের অধীনে নতুন গাঁজাসমৃদ্ধ গাম 'মাইক বাইটস' নিয়ে আসছেন তিনি।
টুইটারে গামের প্রচার করতে গিয়ে টাইসন লিখেন, "এই কানের স্বাদ আসলেই ভালো!"
তবে টাইসন একাই নন। সাম্প্রতিক সময়ে বহু সেলিব্রিটিই গাঁজা সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও ব্যান্ড চালু করেন।
গাঁজার সঙ্গে নিজের ঘনিষ্ঠতা নিয়ে টাইসন কোনো রাখঢাক রাখেন না। সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন ২০১৯ সালে জানান, ৪০ একর গাঁজা চাষের জমির পেছনে তিনি মাসে ৪০ হাজার ডলার ব্যয় করেন।
ক্যালিফোর্নিয়ায় রিক্রিয়েশনাল মারিজুয়ানা বৈধ ঘোষণার পর ২০১৮ সালে গাঁজার ব্যবসায় নামেন টাইসন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও লেখা, "মাইক তার শীর্ষ অবস্থানে থাকাকালে রিল্যাক্স করতে ও মনকে একনিষ্ঠ রাখতে গাঁজা সেবন করতেন।"
টাইসন ও হলিফিল্ড সেই 'বাইট ফাইটে'র পর আবারও একত্রিত হব। দুজনকে এক সঙ্গে একটি কমেডি ধাঁচের বিজ্ঞাপনেও দেখা গেছে। ২০১৪ সালে নেভাডা বক্সিং হল অব ফেমে হলিফিল্ডের পরিচয় দেওয়ার সময় বক্তব্য রাখেন টাইসন।
- সূত্র: সিএনএন