টি-সিরিজের সাথে চুক্তিবদ্ধ হলেন ইয়োহানি
'মানিকে মাগে হিথে' খ্যাত শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানির সাথে চুক্তি করেছে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মিউজিক প্ল্যাটফর্ম টি-সিরিজ।
'মানিকে' গানের কভার ভার্সন গেয়ে লাইমলাইটে আসেন তরুণ এই গায়িকা। বিশ্বজুড়ে ভাইরাল হয় তার সেই গান এবং খুব অল্প সময়ের মধ্যেই উপমহাদেশের একজন তারকা বনে যান ইয়োহানি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ইয়োহানি বলেন, "এই গানটা (মানিকে মাগে হিথে) আমার জীবন বদলে দিয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি এটা এতটা সাড়া ফেলবে। টি-সিরিজের ব্যানারে কাজ করা এবং ভূষণ কুমারের সাথে চুক্তিবদ্ধ হওয়া যেকোনো শিল্পীর জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো! আমি দারুণ উত্তেজিত, উল্লসিত এবং কৃতজ্ঞ।"
নতুন প্রতিভা খুজে আনায় ভূষণ কুমারের জুড়ি মেলা ভার। তার প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে ইতোমধ্যেই কাজ করেছেন গুরু রান্ধাওয়া, জুবিন নটিয়াল, হানি সিং, সচেত-পরম্পরা ও পায়েল দেব প্রমুখ শিল্পীগণ।
সূত্র: নিউজ ইন্ডিয়া টাইমস