আবারও বায়ু দূষণে শীর্ষে বাংলাদেশ, দূষণমুক্ত নয় কোনো দেশই
২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ। এই বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচিও) নির্ধারিত বায়ুমান পূরণ করতে সক্ষম হয়নি বিশ্বের কোনো দেশ। খবর রয়টার্সের।
মোট ৬ হাজার ৪৭৫টি শহর ও ১১৭টি দেশের উপর হওয়া এক সমীক্ষায় দেখা গেছে, গতবছর বাংলাদেশে বাতাসের মান বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে খারাপ ছিল। আর রাজধানী ঢাকা ছিল ২০২১ সালের দ্বিতীয় সর্বোচ্চ দূষণ প্রবণ শহর।
বায়ুদূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্তুকণা (পিএম) মানবশরীরে নেতিবাচক প্রভাব ফেলে। ডব্লিউএইচওর নির্দেশিকা অনুযায়ী, প্রতি ঘনমিটার বাতাসে ৫ মাইক্রোগ্রামের বেশি পিএম থাকলে তা ক্ষতিকর বলে বিবেচনা করা হয়। পিএমের মাত্রা ৫৫ থেকে ১৫০ মাইক্রোগ্রাম হলে তা অস্বাস্থ্যকর এবং ২৫০ এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরে নেওয়া হয়।
কিন্তু সুইজারল্যান্ড-ভিত্তিক সংগঠন আইকিউএয়ারের বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেস্ক অনুযায়ী, মাত্র ৩ শতাংশ শহর ডব্লিউএইচওর এই মান ধরে রাখতে পেরেছে। আর কোনো দেশই সার্বিকভাবে ধরে রাখতে পারেনি এই মান।
৯৩টি শহরে পিএমের মাত্রা স্বাভাবিকের চেয়ে ১০গুণ বেশি। এরমধ্যে উপমহাদেশের একাধিক শহর রয়েছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের দূষণের পরিমাণ ডব্লিউএইচওর নির্ধারিত মান থেকে অন্তত ১০ গুণ বেশি।
আইকিউএয়ারের ২০২১ সালের বায়ুমান সূচক অনুযায়ী বাংলাদেশের গড় পিএম ছিল প্রতি ঘনমিটারে ৭৬.৯ মাইক্রোগ্রাম, পাকিস্তানের ৬৬.৮ মাইক্রোগ্রাম এবং ভারতের ৫৮.১ মাইক্রোগ্রাম।
আর শহরের দিক থেকে ঢাকার গড় পিএম ছিল ৭৮.১। আর বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লির ৮৫।