২০০ কোটি ছাড়ালো ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর আয়
দ্বিতীয় সপ্তাহে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির আয় ছাড়িয়ে গেল ২০০ কোটির ঘর। বুধবার ছবিটি ১০ কোটির ব্যবসা করেছে। করোনা পরবর্তী মুক্তি পাওয়া ছবিগুলোর এ পর্যন্ত করা সব রেকর্ড ভেঙে দিয়েছে বিবেক অগ্নিহোত্রি পরিচালিত কাশ্মীর ফাইলস। এতদিন এই রেকর্ড ছিল 'সূর্যবংশী'র হাতে।
১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে যেভাবে নির্মম অত্যাচার করে তুলে দেওয়া হয়েছিল সেই গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ছবি।
ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশিরা।
ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করে জানান, "দ্য কাশ্মীর ফাইলস পেরিয়ে গেল ২০০ কোটির ঘর। সঙ্গে পিছনে ফেলে দিল সূর্যবংশীকেও। করোনা পরবর্তী সময়ে সবথেকে বেশি আয়প্রাপ্ত হিন্দি সিনেমা এটি।"
তরণের টুইট থেকে জানা গেল, দ্বিতীয় সপ্তাহের শুক্রবার এই ছবি ব্যবসা করে ১৯.১৫ কোটি রুপি, শনিবার ২৬.২০ কোটি, সোমবার ১২.৪০ কোটি, মঙ্গলবার ১০.২৫ কোটি, বুধবার ১০.০৩ কোটি।
প্রসঙ্গত, কাশ্মীর ফাইলসের ব্যবসা প্রভাব ফেলেছে অক্ষয় কুমারের 'বচ্চন পাণ্ডে'র উপর। যতটা প্রভাব অক্ষয়ের সিনেমা বক্সঅফিসে ফেলবে বলে আশা করা হয়েছিল, তার থেকে অনেকটাই কম হয়েছে। ৫ দিনে অক্ষয়ের সিনেমা মাত্র ৪২.৫ কোটির ব্যবসা করেছে।
উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে 'দ্য কাশ্মীর ফাইলস'কে করমুক্ত করা হয়েছে।
হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় এই ছবি ডাব করা হবে বলে ঘোষণা করা হয়েছে।