কোন পেশার মানুষ হবেন কঙ্গনার আদর্শ জীবনসঙ্গী? অভিনেত্রীর চমকপ্রদ জবাব!
ভারতীয় জওয়ানদের প্রতি কঙ্গনা রানাওয়াতের ভালো লাগা নতুন কিছু নয়। ভারতীয় সৈনিকদের হয়ে বিভিন্ন সময়ে গলা ফাটিয়েছেন এই বলি-অভিনেত্রী। তবে অনেকেই হয়ত জানেন না, সেনাবাহিনীর জওয়ানদের প্রতি কঙ্গনার ভালোলাগা এতটাই বেশি যে একবার সর্বসমক্ষে বলেই ফেলেছিলেন নিজের 'আদর্শ জীবনসঙ্গী'কে হয়ত সেনার পোশাক পরা কোনো ব্যক্তির মধ্যেই খুঁজে পাবেন!
২০১৭ সালে জম্মুর বিএসএফ প্রধান দপ্তরে 'রেঙ্গুন' ছবির প্রচারে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানেই বিএসএফ অফিসারদের সঙ্গে কথায় কথায় তিনি জানিয়েছিলেন কেন একজন সৈনিক ব্যক্তিই তাঁর জীবনসঙ্গী হওয়ার ক্ষেত্রে আদর্শ। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সে সময় জনৈক বিএসএফ জওয়ান কঙ্গনাকে বলেছিলেন, 'জীবনসঙ্গী হিসেবে কোনো সৈনিককে যেই মেয়ে অপছন্দের তালিকায় রাখবে, সে নিশ্চয়ই নির্বোধ।' এরপর মজার ছলে কঙ্গনা জানান, উর্দি পরা ভারতীয় সৈনিকদের তার যেমন আকর্ষণীয় লাগে, তেমনই দারুণ ব্যক্তিত্বপূর্ণ মনে হয়।
এখানেই থামেননি কঙ্গনা। আরও বলেছিলেন, হয়ত এই জওয়ানদের মধ্যে থেকেই তিনি নিজের 'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পেতেই পারেন। তারকা-অভিনেত্রীর ভাষ্যে, ' কে জানে, আজই হয়ত পেয়ে যেতে পারি।'
প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ পরিচালিত 'রেঙ্গুন' ছবিতে কঙ্গনা ছাড়াও প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল সাইফ আলি খান এবং শহিদ কাপুর-কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সেই ছবিতে একজন নর্তকীর ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনাকে, যিনি ব্রিটিশ সৈন্যের ছাউনিতে নিজের নাচ-গানের মাধ্যমে সৈনিকদের মনোরঞ্জন করতেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস