সদরঘাট টার্মিনালে যাত্রীবাহী লঞ্চে আগুন
সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে 'অ্যাডভেঞ্চার' নামক একটি যাত্রীবাহী লঞ্চে আজ সকালে আগুন লেগেছে।
৫ নম্বর টার্মিনাল চত্বরে মসজিদের পাশে থাকা বরিশালগামী লঞ্চটিতে আগুন লেগেছে বলে জানা গেছে।
ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সকাল ১০টা থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
আগুন লাগার কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
এর আগে গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে 'এমভি অভিজান-১০' নামের একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানান, ক্যান্টিন ও ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা ঘণ্টাব্যাপী চলতে থাকে।