খালেদের জোড়া উইকেটে বাংলাদেশের দারুণ শুরু
ডারবান টেস্টের প্রথম দিনটা ছিল সমানে সমান লড়াই। শুরুতে সাইডস্ক্রিন আর শেষে প্রকৃতির বাগড়ার মাঝে কখনও দক্ষিণ আফ্রিকা, কখনও বাংলাদেশ শাসন করে। তবে কিছুটা এগিয়ে থেকেই দিনটা করেছিল প্রোটিয়ারা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুটা নিজের করে নিলেন খালেদ আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসার দুই বলে দুই উইকেট নিয়ে দলকে দারুণ শুরু এনে দিলেন খালেদ।
ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩৩ রান তুলে প্রথম দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরেইনা ২৭ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন সাবধানী শুরু করেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৮৩তম ওভারে যমদূত হয়ে হাজির হন খালেদ। টানা দুই বলে কাইল ভেরেইনা ও ভিয়ান মুলডারকে ফিরিয়ে দেন তিনি।
প্রথম দিন দারুণ এক ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে ফেরানো খালেদ এদিন আরও আগুনে বোলিং করেন। গুড লেংন্থের এক ডেলভারিতে ভেরেইনাকে পুরোপুরি পরাস্থ করেন তিনি।
এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ভেরেইনা। কিন্তু রিভিউ হারানোর সঙ্গে সঙ্গে ভেরেইনার উইকেটও হারাতে হয় স্বাগতিকদের। ৮১ বলে ২৮ রান করে বিদায় নেন ভেরেইনা।
পরের বলেই ভিয়ান মুলডারকে সাজঘর দেখিয়ে দেন খালেদ। রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে। প্রোটিয়াদের ইনিংস এগিয়ে নিচ্ছেন বাভুমা ও কেশব মহারাজ। ৯২ ওভার শেষে উইকেটে ২৬৮ রান তুলে তারা। বাভুমা ৭৮ ও মহারাজ ৫ রানে ব্যাটিং করছেন।
অবশ্য বাভুমা ফিরে যেতে পারতেন। দারুণ এক ডেলিভারিতে তাকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন এবাদত হোসেন। কিন্তু ক্যাচটি নিতে পারেননি ইয়াসির আলী রাব্বি।