আবারও দুই বলে দুই উইকেটে সকালটা বাংলাদেশের
দিনের শুরুটা রাঙান খালেদ আহমেদ। দুই বলে দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এলোমেলো করে দেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। তবু সব সামলে দলের স্কোরকার্ডে সমৃদ্ধ করার চেষ্টায় ব্যাট চালিয়ে যেতে থাকেন টেম্বা বাভুমা। তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান মেহেদী হাসান মিরাজ। পরের বলেই এবাদত হোসেনের শিকার কেশব মহারাজ।
দুবার জোড়া উইকেট নিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিলো বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে বল হাতে ভালোই শাসন করলো মুমিনুলবাহিনী। দ্বিতীয় দিন ৮১ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৪ উইকেট। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১০৫ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তুলেছে স্বাগতিকরা। সাইমন হার্মার ৮ ও লিজাদ উইলিয়ামস ৬ রানে অপরাজিত আছেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় নাম টেম্বা বাভুমা। বেশিরভাগ ব্যাটসম্যান ব্যর্থ হলেও দলের দুঃসময়ে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। মিরাজের বলে আউট হওয়ার আগে ১৯০ বলে ১২টি চারে ৯৩ রান করেন প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক। তাকে অনেকটা সময় সঙ্গ দেওয়া কেশব মহারাজ ১৯ রান করেন।
এর আগে টানা দুই বলে কাইল ভেরেইনা ও ভিয়ান মুলডারকে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার চাপ বাড়ান ২০ ওভারে ৮০ রান খরচায় ৩ উইকেট নেওয়া খালেদ। প্রথম দিন দারুণ ডেলিভারিতে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে ফেরানো খালেদ এদিন আরও আগুনে বোলিং করেন। গুড লেংন্থের এক ডেলভারিতে ভেরেইনাকে পুরোপুরি পরাস্থ করেন তিনি।
এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ভেরেইনা। কিন্তু রিভিউ হারানোর সঙ্গে সঙ্গে ভেরেইনার উইকেটও হারাতে হয় স্বাগতিকদের। ৮১ বলে ২৮ রান করে বিদায় নেন ভেরেইনা। পরের বলেই ভিয়ান মুলডারকে সাজঘর দেখিয়ে দেন খালেদ। রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে।