পুতিনের আল্টিমেটাম শেষ, তারপরেও ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ কেনো থামছে না?
রাশিয়ার গ্যাস আমদানির ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করার পরেও ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাশিয়ার 'প্রতিকূল' দেশগুলোকে ১ এপ্রিল থেকে জ্বালানির অর্থ রুবলে (রুশ মুদ্রা) পরিশোধের আল্টিমেটাম দিয়েছিলেন তিনি; অন্যথায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। তবে, রাশিয়ার এই হুমকি আমলে নেয়নি ইউরোপ।
এর আগে, গত ২৩ মার্চ প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে হলে তার মূল্য ডলারের পরিবর্তে পরিশোধ করতে হবে রুবলে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক ডিক্রিতেও স্বাক্ষর করেন তিনি। শুক্রবার (১ এপ্রিল) থেকে কার্যকর হওয়ার কথা ছিল তার এই ঘোষণা।
তবে, শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অবিলম্বে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করবে না রাশিয়া।
গ্যাসের মূল্য পরিশোধ নিয়ে পুতিনের হুমকি ইউরোপকে বড় ধরনের বিপদের মুখে ফেলেছে। কারণ ওই অঞ্চলের শিল্প, বাণিজ্য ও অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করছে রাশিয়ার জ্বালানি শক্তির ওপর। যেকোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহ কমাতে বা বন্ধ করে দিতে পারে বলে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাতেই মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।
ইউরোপ তার আমদানির প্রায় ৪০ শতাংশ গ্যাসই রাশিয়ার কাছ থেকে ক্রয় করে। আর এই গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয় বেলারুশ, ইউক্রেন এবং পোল্যান্ড হয়ে বাল্টিক সাগরের নিচ দিয়ে। রাশিয়ার সবচেয়ে বড় গ্যাস ক্রেতা জার্মানির বিশাল উৎপাদন শিল্প মূলত রুশ জ্বালানি শক্তির ওপরেই নির্ভরশীল। যদি সত্যিই রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তাহলে তা ইউরোপের বাণিজ্য ও অর্থনীতিতে চরম আঘাত হানবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
গ্যাসের মূল্য পরিশোধ সংক্রান্ত ডিক্রি জারি করার বিষয়ে প্রেসিডেন্ট পুতিন এক ভাষণে বলেন, "আমাদের কাছে কেউ বিনামূল্যে কিছু বিক্রি করে না, আর আমরাও জনসেবার উদ্দেশ্যে কিছু করতে যাচ্ছি না। কাজেই আগের সব চুক্তি বাতিল করা হচ্ছে।"
ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ ঝুঁকিতে পড়লেও বার্তাসংস্থা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তিনটি প্রধান পাইপলাইনের মধ্যে দুটি পাইপ দিয়ে পশ্চিমের দেশগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া।
ক্রেমলিন জানিয়েছে, গ্যাস সরবরাহের জন্য রুবলে মূল্য পরিশোধের ঘোষণাটি এ মাসের শেষ বা মে মাসের শুরু থেকে কার্যকর করা হবে। মূলত এ কারণেই তাৎক্ষণিকভাবে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেনি দেশটি।
এ ব্যাপারে পেসকভ সাংবাদিকদের বলেন, "অনেকেই প্রশ্ন করছেন, রুবলে মূল্য পরিশোধের বিষয়টি নিশ্চিত না হলে, ১ এপ্রিল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে কিনা না। না, এটি করা হচ্ছে না।"
রুবল নিয়ে নতুন যেই ডিক্রি জারি করা হয়েছে তা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি সংস্থা গ্যাজপ্রম রাশিয়ার জ্বালানি গ্রাহকদের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
- সূত্র: সিএনএন, বিবিসি