ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট প্রত্যাখ্যান ডেপুটি স্পিকারের
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরু হওয়ার পর ডেপুটি স্পিকার কাশিম খান সুরি অনাস্থা ভোট প্রত্যাখ্যান করেছেন।
এই পদক্ষেপ সংবিধানের অনুচ্ছেদ ৫ এর বিরোধী বলে এ সিদ্ধান্ত জানান তিনি।
অধিবেশন শুরুর পর তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, অনুচ্ছেদ ৫ অনুয়ায়ী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য।
ইমরান খানের দাবির পুনরাবৃত্তি করে তিনি বলেন, সরকার উৎখাতে বিদেশি ষড়যন্ত্র করা হয়েছিল।
এর আগে, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধেও সংসদ সচিবালয়ে অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল। আয়াজ সাদিক, খুরশিদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফ-এর শাহিদা আখতার আলী সহ বিরোধী দলগুলো থেকে ১০০ জনেরও বেশি আইনপ্রণেতা এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। এর আগে, গেল মার্চে বিরোধীরা আসাদ কায়সার এবং ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে তাদের 'পক্ষপাতদুষ্ট মন্তব্যে' ক্ষুব্ধ হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ওঠা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে যেনো সংসদ অধিবেশনের আগে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার ইসলামাবাদের ডেপুটি কমিশনার এক বিবৃতিতে জানিয়েছেন, রেড জোন এলাকাটি (যে জায়গায় সরকারি এবং সামরিক ভবন রয়েছে) বড় কন্টেইনার এবং কাঁটাতার দিয়ে সিল করে দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।
রেড জোনের ১ কিলোমিটারের যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা বিজ্ঞপ্তিতে রেড জোনের ভিতরে ৫ বা তারচেয়ে বেশি মানুষের সব ধরনের জমায়েত, মিছিল, সমাবেশ এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।