না ফুটিয়ে পানি পান করবেন না: ওয়াসা এমডি
ওয়াসার পানি অবশ্যই ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান।
তিনি বলেন, "ফুটিয়ে ছাড়া পানি খাবেন না। এটা ঝুঁকিপূর্ণ। আমরা [ঢাকা ওয়াসা] সবসময় ড্রিংকেবল ওয়াটার সরবরাহ করি।"
"কিন্তু ৪-৫% সার্ভিস এরিয়ায় সাপ্লাই লাইনের সমস্যার কারণে কিছু কিছু স্থানে পানিতে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব হচ্ছে।"
তিনি বলেন, "ঐ এলাকার মধ্যে যে আপনি নন সেটা তো নিশ্চিত না। তাই ফুটিয়ে পান করাই নিরাপদ। ফুটিয়ে পান করলে ব্যাকটেরিয়াল সমস্যা সমাধান হবে। আমাদের দায়িত্ব বাসাবাড়ির লাইন পর্যন্ত কিন্তু আপনার বাড়ির পানির ট্যাংকে যদি ময়লা জমে, সেখান থেকে যদি রোগ ছড়ায় সে দায় তো ওয়াসার না।"
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে 'নগরবাসীর চাহিদা-ঢাকা ওয়াসার সক্ষমতা' শীর্ষক এক সংলাপে ওয়াসা এমডি এসব বলেন।
তাকসিম এ খান বলেন, "সমস্যা আমাদের আছেই। এরপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি নগরবাসীর পানির সমস্যা সমাধানের।"
"পানির জন্য ঢাকা কোনোদিন 'বাসযোগ্য না' এমনটি হবে না", যোগ করেন তিনি।