জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক
রাজধানীর মতিঝিল থানায় গাড়ি ভাঙচুরের মামলায় আটকের ৬ দিন পর জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন ।
ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ এপ্রিল সকালে রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন ইশরাক হোসেন।
পরবর্তীতে রাস্তায় লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় ৪২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়।
পরে ১৮ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি।
এরপর ১৮ আগস্ট অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে পারেননি। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য।