আবারও দেখা গেছে প্রায় ৪০ বছর বিলুপ্ত ধারণা করা বুনোফুল
বিলুপ্ত হয়ে গেছে ধারণা করা হচ্ছিল এমন একটি দক্ষিণ আমেরিকান বুনোফুল আবারও খুঁজে পাওয়া গেছে।
ইকুয়েডরের সেন্টিনেলা অঞ্চলের বনে গ্যাসটেরানথাস এক্সটিঙ্কটাস নামের ফুলটি খুঁজে পেয়েছেন জীববিজ্ঞানীরা। এর আগে ১৯৮৫ সালে শেষবার কমলা রঙের ফুলটি দেখা গিয়েছিল।
২০ শতকের শেষদিকে ইকুয়েডরে ব্যাপক হারে বনভূমি ধ্বংসের কারণে বেশ কিছু প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায়। এরমধ্যে এই ফুলটিও ছিল, একারণেই ফুলটির বৈজ্ঞানিক নামের দ্বিতীয় অংশের এই নামকরণ করেন বিজ্ঞানীরা।
২০২১ সালে পশ্চিম ইকুয়েডরে অনুসন্ধান শুরু করেন গবেষকরা। খুঁজতে খুঁজতেই দীর্ঘ ৩৬ বছর পর আবারও ফুলটির দেখা পান তারা।
ইকোলজিস্ট ডওসন হোয়াইট ও নাইজেল পিটম্যান দেশটির অবশিষ্ট রেইনফরেস্ট শনাক্ত করার জন্য স্যাটেলাইট ইমেজ ব্যবহার করেন।
২০২১ সালের নভেম্বরে উদ্ভিদবিদদের একটি আন্তর্জাতিক দল নিয়ে তারা ইকুয়েডরের উদ্দেশ্যে রওনা দেন।
প্রথমদিনই ফুলটি শনাক্ত করেন তারা।
গবেষকদের দলটি এখন এই গাছ ও অন্যান্য বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণের জন্য ইকুয়েডরের স্থানীয় সংরক্ষকদের সাথে কাজ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন