ঈদের বিশেষ সোলো কনসার্ট নিয়ে ফিরছেন মাহফুজুর রহমান
বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান এবারের ঈদে ১০টি একক গান নিয়ে ফিরে আসছেন টেলিভিশনের পর্দায়।
সংবাদমাধ্যমের খবর অনুসারে, ঈদের প্রথম দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় তার গানের অনুষ্ঠানটি প্রচার হবে।
২০১৬ সালে ঈদ-উল-আযহার সময় গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মাহফুজুর রহমান। এর পর থেকে তিনি একাধারে ব্যাপক জনপ্রিয়তা ও সমালোচনা কুড়ান।
ব্যাপক সমালোচনা হলেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি সে বছরের ঈদে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল।
সব সমালোচনা উপেক্ষা করে মাহফুজুর রহমান গত কয়েক বছর ধরেই নতুন নতুন গান নিয়ে আসছেন দর্শকশ্রোতাদের জন্য।