কোক স্টুডিওর সঙ্গে যেভাবে যুক্ত হলেন ঋতুরাজ ও নন্দিতা
১লা বৈশাখে রিলিজ হয়েছে কোক স্টুডিও বাংলার নতুন গান 'বুলবুলি'। কাজী নজরুল ইসলামের 'বাগিচায় বুলবুলি তুই' গানের সঙ্গে স্প্যানিশ সুরের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে এই গানে। সাথে ছিল সৈয়দ গাউসুল আলম শাওনের লেখা 'দোল দোল দোল দিয়েছে' শিরোনামের একটি ছোট শ্লোক।
গানটি এরইমধ্যে আলোচনায় এসেছে। শিল্পী ঋতুরাজ বৈদ্যর গায়কীর প্রশংসা করছেন সবাই। পাশাপাশি সানজিদা মাহমুদ নন্দিতার গায়কীও এসেছে আলোচনায়।
গানটি নিয়ে শনিবার কথা হয় শিল্পী ঋতুরাজের সঙ্গে। বলেন, "আমাদের গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। উনি আমাদের খুব কাছের মানুষ। গত বছরের নভেম্বরের ঘটনা। একটা গানের অনুষ্ঠান শেষ করার পর উনি আমাকে গিটার বাজিয়ে বুলবুলি গানটা গাইতে বলেন। আমি গেয়ে শোনানোর কদিন পরে শায়ান চৌধুরী অর্ণবদার বাসায় ডাকেন তিনি। আমরা তখনও জানতাম না কোক স্টুডিওর কথা। অর্ণবদা সেদিন বুলবুলি গানটার পাশাপাশি আমাদের কাছে আরও কয়েকটা গান শোনেন। সেদিন এসব নিয়ে কিছুই আলাপ হয়নি। তারপর একদিন হুট করেই জানান আমরা কোক স্টুডিওতে গাওয়ার জন্য সিলেক্ট হয়েছি।"
ঋতুরাজ বলেন, "এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের বিষয়। বাংলাদেশে গান নিয়ে কোক স্টুডিও মতো বড় প্রজেক্ট হচ্ছে এবং সেখানে আমাদের গান আছে এটা অকল্পনীয় ছিলো আমাদের জন্য।"
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেন, "বিরাট এক কর্মযজ্ঞ। এত বিশাল আয়োজন, এত ক্যামেরা, এত মানুষের অংশগ্রহণ যে শুরুতে একটু ভয় ভয় লাগছিল। তবে সবাই প্রচন্ড রকম সহযোগিতা করেছেন। পুরা গানটি লাইভ রেকর্ড করা হয়েছে। একটা গানের জন্য আমরা সারাদিন শুটিং করেছি।"
সংগীতশিল্পী ঋতুরাজ প্রয়াত মিউজিশিয়ান পৃথ্বীরাজের ছোটভাই। দুই ভাইয়ের বেড়ে ওঠা ছিল গানের সঙ্গে। মা দূর্বা চৌধুরীর আগ্রহেই মূলত গান নিয়ে মেতে থাকতেন দুই ভাই। দুই ভাই মিলে গানও তৈরি করেছিলেন বেশ কিছু। ইচ্ছা ছিল সেগুলো প্রকাশের। কিন্তু করোনা মহামারি আর পৃথ্বীরাজের মৃত্যূর পর সেই প্রজেক্ট নিয়ে আর কাজ করা হয়নি। তবে গানেই ডুবে আছেন এই সংগীতশিল্পী। ২০১২ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারপর থেকে নিয়মিত শো নিয়ে ব্যস্ততা আছে তার। গানের জন্য কিছুদিন আগ ছেড়ে দিয়েছেন চাকরিও।
এদিকে সানজিদা মাহমুদ নন্দিতা আগাগোড়া গানের মানুষ। মায়ের আগ্রহে তিনি সাড়ে তিন বছর বয়স থেকেই গান শেখা শুরু করেন। তার প্রথম গানের শিক্ষক ছিলেন ওস্তাদ দিলীপ মজুমদার। ২০১৩ সালের বাংলাদেশি আইডল প্রতিযোগিতায় সেরা ১০ এর মধ্যে সাত নম্বরে ছিলেন নন্দিতা।
কোক স্টুডিং নিয়ে তিনি বলেন, "এটা আমাদের সংগীত জীবনের অন্যতম সেরা অর্জন। এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। এভাবে এত দ্রুত কোক স্টুডিংর মতো এত বড় প্লাটফর্মে গাইতে পারবো ভাবিনি।"
কোক স্টুডিওতে পারফর্ম করার আগে তৌকির আহমেদের পরিচালনায় 'হালদা' ও 'ফাগুন হাওয়ায়' সিনেমায় প্লেব্যাক করেছেন। এ ছাড়া 'ফাগুনে গুনগুন' নামে একটি মৌলিক গানও প্রকাশ পেয়েছে তার।
সামনের দিনগুলোতে গান নিয়েই থাকতে চান এই দুই শিল্পী।