বিজয়কে ঘিরে বাক-বিতণ্ডায় আম্পায়ার-মোসাদ্দেক
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিতর্কবিহীন টুর্নামেন্ট নেই বললেই চলে। সবচেয়ে বেশি বিতর্ক ছড়ায় টি-টোয়েন্টির আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে। ঢাকা প্রিমিয়ার লিগেও বিতর্কের শেষ নেই। এই আসরে একটি বিতর্ক চিরচেনা, সেটা আম্পায়ারিং। এবারও আম্পায়ারিং নিয়ে বিতর্ক আছে। সোমবারও দেখা গেল তেমনই এক ঘটনা। মাঠেই বাক বিতণ্ডা হয়ে গেল আম্পায়ার শরিফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত ও আবাহনী লিমিডেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের মধ্যে।
সোমবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময় একটি ঘটনায় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মোসাদ্দেক।
ঘটনাটি প্রাইম ব্যাংকের ইনিংসের ১১তম ওভারের। বোলিং করছিলেন আবাহনীর স্পিনার আরাফাত সানি। ওভারের তৃতীয় বল করার আগে সানিকে থামিয়ে দেন আম্পায়ার শরফুদ্দৌলা। শুরুতে বোঝা না গেলেও পরে দেখা যায় আম্পায়ারের দিকে এগিয়ে আসছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক।
এগিয়ে আসার সময়ই আম্পায়ারকে কিছু একটা বলছিলেন তিনি। একটা পর্যায়ে শরিফুদ্দৌলা ও মোসাদ্দেক মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তবে এভাবে বেশি সময় চলেনি। আরেক ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও আবাহনীর ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর মধ্যস্ততায় কথার লড়াই থামে।
উইকেটের দিকে ফিরে যাচ্ছিলেন শরফুদ্দৌলা। তবে উইকেটের কাছে গিয়েও মোসাদ্দেকের দিকে ফিরে আসেন তিনি। দ্বিতীয় দফায় কথা কাটাকাটি চলদে থাকে তাদের মধ্যে। এ সময় আঙুল তুলে নিজের ঠোটে চেপে ধরে মোসাদ্দেককে চুপ হওয়ার নির্দেশ দেন স্থানীয় এই আম্পায়ার।
কী নিয়ে এমন উত্তপ্ত অবস্থা, সেটা তাৎক্ষণিকভাবে জানায় যায়নি। পরে জানা যায়, প্রাইম ব্যাংকের ব্যাটসম্যান এনামুল হক বিজয় বারবার উইকেটের মাঝখানে চলে যাচ্ছিলেন। এ নিয়ে অভিযোগ করেও কোনো কাজ না না হওয়ায় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান মোসাদ্দেক।
এ বিষয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার মাসুম ইকবাল মামুন বলেছেন, 'আসলে বিজয় (এনামুল হক বিজয়) বারবার উইকেটের মাঝখানে চলে আসছিল। কিন্তু কোনো কারণে আম্পায়ার সেটা গুরুত্ব সহকারে নেয়নি কিংবা তার চোখে পড়েনি। এটা নিয়েই মোসাদ্দেক অভিযোগ করেছে। এখন সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই।'
কদিন আগে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা দেখা গেছে ঢাকা প্রিমিয়ার লিগে। ওই ম্যাচটিও ছিল আবাহনী ও প্রাইম ব্যাংকের মধ্যে। ওই ঘটনাতেও জড়িয়ে মোসাদ্দেকের নাম। তার রান আউটকে কেন্দ্র করে গ্যালারি থেকে আম্পায়ারদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকনে আবাহনীর কয়েকজন সমর্থক। ওই ঘটনায় ম্যাচ থামিয়ে প্রতিবাদ জানান ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার।