দুবাইয়ের চেয়েও লন্ডনে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেশি
গত বছর দুবাই, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক এবং প্যারিসের তুলনায় লন্ডনে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল বেশি। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে আসার পরেও লন্ডনে অর্থায়নের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমেনি।
২০২১ সালে শহরটিতে ১১৪টি আর্থিক এবং পেশাদার পরিষেবা প্রকল্পে ৬০০ মিলিয়ন পাউন্ড (৭৬৪ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার সিটি অফ লন্ডন কর্পোরেশনের প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
সামগ্রিকভাবে পুরো যুক্তরাজ্যে গত বছর ১.১ বিলিয়ন পাউন্ড মূল্যের ১৮৬টি প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে।
বিনিয়োগ খাত নিয়ে লন্ডন সিটির পলিসি চেয়ার ক্যাথরন ম্যাকগিনেস ব্লুমবার্গকে বলেন, "আমাদের অবশ্যই এই সেক্টরটিকে এগিয়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছি।"
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে যুক্তরাজ্যে আর্থিক এবং পেশাদার পরিষেবা প্রকল্পের সংখ্যা ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ২০১৯-২০ সালে অর্থ ও বীমাতে বিদেশি বিনিয়োগ ৩০ শতাংশ কমেছে। ফলে প্রাক-মহামারি স্তরে পৌঁছাতে আরও সময় লাগবে তাদের।
যুক্তরাজ্যে আর্থিক পরিষেবা বিনিয়োগের বৃহত্তম উৎস ছিল ফিনটেক সংস্থাগুলো, উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
- সূত্র- ব্লুমবার্গ