‘লাল সিং চাড্ডা’য় আমিরের পারিশ্রমিক ৫৬ কোটি!
এই হলেন আমির খান। তিনি যা করবেন তা-ই খবরে। তাঁর ছবি নিয়ে খবর। অভিনীত চরিত্র নিয়ে বিশাল কৌতূহল সংবাদমাধ্যম এবং অনুরাগীদেরও। আমিরের ব্যক্তি জীবনেও খুব রাখঢাক নেই। ফলে, বিচ্ছেদ থেকে সন্তানদের নানা সমস্যা, কারোই অজানা নয় কিছু। এবার পারিশ্রমিকের কারণে খবরে তিনি। সূ্ত্রের খবর, ১১ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করে আমির নাকি ৫৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন!
ছবির নায়িকা কারিনা কাপুর খান পাচ্ছেন ৯ কোটি ৬০ লাখ টাকা। কালজয়ী হলিউড চলচ্চিত্র 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রূপান্তরে আমির-কারি্না ছাড়াও দেখা যাবে মোনা সিংহ, চৈতন্য আক্কিনেনিকে। ছবির শ্যুট নানা কারণে বারবার বন্ধ হওয়ার পরে অবশেষে আগস্টে মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা। প্রযোজনায় আমির খান প্রোডাকশন, কিরণ রাও এবং ভায়াকম ১৮ স্টুডিওস।
সূত্র: আনন্দবাজার পত্রিকা