এবারও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাব
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/05/02/278835233_527469118903855_7479639002437245044_n_0.jpg)
রক্তদান কার্যক্রমের মহান ব্রত নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাব। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন উত্তর জয়পুর থেকে শুরু হওয়া কার্যক্রম ছড়িয়ে গেছে পুরো জেলাজুড়েই। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ব্যাগ রক্ত দান করেছেন এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
প্রতিষ্ঠার পরের বছরই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাকের আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি। এ জন্য সেবার একশ শিশুকে ঈদের পোশাক উপহার দেয়। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে অষ্টমবাবের মতো ঈদ উপহার বিতরণ করেছে সংগঠনটি। এবার ৩২০ জন শিশুকে ঈদের নতুন পোশাক ও একশোটি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সেই সঙ্গে শিশুদের নিয়ে মেহেদী উৎসবও অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে সংগঠনটি শিশুদের মাঝে ঈদের পূর্ণ আনন্দ ছড়িয়ে দিয়েছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/05/02/279276963_312689487690054_313001470416237780_n.jpg)
উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মনির হোসেন ফরহাদ বলেন, এই কর্মযজ্ঞে আমাদের স্বেচ্ছাসেবী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অর্থায়ন ছিলো। পুরো অর্থায়নটাই তাদের থেকে এসেছে। আমাদের এই কার্যক্রমের প্রতিপাদ্যই হচ্ছে সকলের সহযোগিতায় আমরা। ভবিষ্যতে এক হাজার শিশুর মাঝে এ উপহার সামগ্রী ছড়িয়ে দেয়ার প্রত্যয় আমাদের আছে।
চৌপল্লী কে.ডি.সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ মে সোমবার এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন রিংকু, সাধারণ সম্পাদক শুভ চন্দ্র কুরী, নির্বাহী সদস্য জাকির হোসেন রাফেদ, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা আমিন পলি, দৈনিক আমার সময়ের বিভাগীয় সম্পাদক আপন অপু সহ সংঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।