পুতিন বিশ্বাস করেন ইউক্রেন যুদ্ধে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই: সিআইএ পরিচালক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন তার পক্ষে ইউক্রেনের যুদ্ধে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই এখন ঝুঁকি বাড়িয়ে যুদ্ধে জয় পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে আপাতত কোনো কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করার লক্ষণ দেখাচ্ছেন না পুতিন। এ কথাগুলো বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর পরিচালক উইলিয়াম জোসেফ বার্নস ওরফে বিল বার্নস।
শনিবার (৭ মে) বার্নস বলেন, রাশিয়ান বাহিনীর কিয়েভ দখলে ব্যর্থতা ও দক্ষিণ-পূর্ব ডনবাস অঞ্চলে অগ্রগতি শ্লথ হওয়া সত্ত্বেও পুতিন এখনো বিশ্বাস করেন তার বাহিনী ইউক্রেনীয় বাহিনীকে পরাস্ত করতে পারবে।
এক কনফারেন্সে এসব মন্তব্য করেছেন সিআইএ'র প্রধান। 'আমার মনে হয় পুতিন এখন এমন মনস্তাত্ত্বিক পরিকাঠামোতে আছেন যেখানে তিনি এ যুদ্ধে জয়ের কোনো বিকল্প দেখছেন না,' বলেন বার্নস।
সিআইএ-প্রধান বলেন, কয়েক বছর ধরেই ইউক্রেন নিয়ে 'অস্থিরচিত্ত' ছিলেন ভ্লাদিমির পুতিন। একসময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা দেশটিকে নিয়ে পুতিনের চিন্তাভাবনা ছিল 'অসন্তোষ, উচ্চাকাঙ্ক্ষা, ও অনিরাপদবোধের এতটি অতি উচ্চ সংবেদনশীলতার মিশ্রণ'।
ইউক্রেন বাহিনীর এত শক্তিশালী প্রতিরোধেও পুতিনের লক্ষ্য একচুলও পরিবর্তিত হয়নি। এর কারণ হিসেবে বার্নস বলেন, ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য ইতোমধ্যে অনেক বেশিকিছু পণ করে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
'আমার মনে হয় পুতিন এখনো নিশ্চিত করে ভাবেন যে তার মূল লক্ষ্য আঁকড়ে ধরে থাকলে এ যুদ্ধে তার জয় সম্ভব,' মন্তব্য করেন বার্নস।
কৌশলগত পারমাণবিক অস্ত্র
বিল বার্নস একসময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। পুতিনের ব্যাপারে তিনি বিস্তর ওয়াকিবহাল। তার মতে সিআইএ ও অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার ধারণা অনুযায়ী, মস্কো এখনো ইউক্রেনে জয়লাভের জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত নয়।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালানোর কয়েকদিন পরেই নিজেদের পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থানে রাখে রাশিয়া। এরপর থেকে পুতিন ও অন্যান্য রাশিয়ান কর্মকর্তারা প্রায়ই পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন, পশ্চিমা শক্তি যদি ইউক্রেন দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবেনা রাশিয়া।
বার্নস বলেন, 'একটি আন্তর্জাতিক গোয়েন্দা গোষ্ঠী হিসেবে আমরা এখনো রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ব্যবহারের কোনো সম্ভাবনার বাস্তবিক প্রমাণ পাইনি।'
তবে রাশিয়ান নেতাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হম্বিতম্বিগুলো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দাবাহিনীর এ প্রধান।
'তাই রাশিয়ার এ কঠিন জুয়াখেলার সময়ে একটি গোয়েন্দা সংস্থা হিসেবে এসবের (পারমাণবিক যুদ্ধ) সম্ভাবনার ওপরে আমরা কড়া নজর রাখছি।'
'বিচলিত' চীন
চীন ইউক্রেনের যুদ্ধ থেকে পাওয়া বিভিন্ন শিক্ষা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিল বার্নস।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার লক্ষ্য থেকে সরে এসেছেন, এমনটা তিনি মনে করেননা বলে জানিয়েছেন বার্নস।
তবে বার্নস বিশ্বাস করেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর খারাপ নৈপুণ্য, ইউক্রেনের পক্ষ থেকে আসা প্রতিরোধ, ও কিয়েভের প্রতি পশ্চিমাদের শক্তিশালী সামরিক সহায়তা ইত্যাদি বিষয়গুলো দেখে 'বিস্মিত' হয়েছে বেইজিং।
রাশিয়ার এ যুদ্ধে অভিজ্ঞতা দেখে খুব সম্ভবত তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়া প্রসঙ্গে চীনের সব হিসাবনিকাশ উল্টেপাল্টে গেছে বলে মন্তব্য করেন বার্নস।
পুতিনের কর্মকাণ্ডে ইউরোপীয় ও মার্কিনীদের সম্পর্ক আরও বেশি নিবিড় হয়েছে আর এ বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগছে বেইজিং, বার্নস বলেন।
সূত্র: আল জাজিরা