সপরিবারে নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন রাজাপাকসে
শ্রীলঙ্কার সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে তার বাসভবন 'টেম্পল ট্রিজ' থেকে উদ্ধার করার একটি ভিডিও আজ মঙ্গলবার (১০ মে) প্রকাশ করে ডেইলি মিরর। বর্তমানে তিনি দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর ত্রিঙ্কোমালির একটি নৌঘাঁটিতে সপরিবারে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাজপাকসের সরকারি বাসভবন ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। এসময় তার বাসভবন ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে সপরিবারে তাকে উদ্ধার করে দেশটির সেনাবাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে,এদিন সকাল থেকেই দেশজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ পর্যন্ত শ্রীলঙ্কায় সরকারপন্থী ও সরকারবিরোধীদের ভেতর সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন নিহত হয়েছেন, একইসঙ্গে আহত হয়েছেন ২১৭ জন।
বিগত কয়েক মাস ধরে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি। দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি ও খাদ্য সংকট, দিনব্যাপী বিদ্যুৎ বিভ্রাটসহ বিশৃঙ্খল এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটি ।
এরইমধ্যে সোমবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীরা তার পৈত্রিক নিবাসে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে, সরকার সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে পড়ে ক্ষমতাসীন দলের এমপি অমরাকীর্তি আথুকোরালা,ও তার নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুতে পরিস্থিতি আরও থমথমে হয়ে ওঠে। এরমধ্যেই, ক্ষমতাসীন দলের আরও এক এমপি ও এক সাবেক মন্ত্রীর বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।