ইউরোর বিপরীতে রুবলের দাম পাঁচ বছরের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি
লেনদেনে চলমান নিষেধাজ্ঞার মাঝেই ইউরোর বিপরীতে রুবলের দাম বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে।
২০১৭ সালের জুনে ইউরোর বিপরীতে রুবলের দাম ছিল সর্বোচ্চ ৬৪.৯৪২৫। শুক্রবার মস্কো এক্সচেঞ্জে ইউরোর বিপরীতে রুবলের দাম ১.৬ শতাংশ বেড়ে ৬৬.০৫ টাকা হয়, যা পাঁচ বছর আগের রেকর্ডের কাছাকাছি।
অন্যদিকে ডলার প্রতি রাশিয়ান মুদ্রা রুবলের দাম ৬৪ টাকা ছাড়িয়েছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারির পর গত শুক্রবার রুবলের দাম ডলারের বিপরীতে সর্বোচ্চ ৬৩.২১ টাকায় পৌঁছে।
চলতি বছর বিশ্বের মুদ্রাবাজারে রুবলের উন্নতি শীর্ষে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর আর্থিক খাত রক্ষার্থে মূলধন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাশিয়া, যা রুবলের দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।
তবে গ্যাসের পরিবর্তে পুতিন রুবলের মাধ্যমে লেনদেনে জোর দেওয়া এই ঘটনায় কতটুকু প্রভাব রেখেছে তা নিশ্চিত নয়।
রসব্যাংক অ্যানালিস্টস এক বিশ্লেষণে জানায়, রাশিয়া মূলধন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ায় রুবলের দাম মহামারি-পূর্ব অবস্থায় এসেছে। তবে চলতি বছরের শেষ নাগাদ ডলার প্রতি রুবলের দাম ৯০ টাকায় নামবে বলেও পূর্বাভাসে জানায় তারা।
"অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রক এই বিধিনিষেধগুলোর মধ্যে সামঞ্জস্য আনতে পারে। ততদিন পর্যন্ত ডলার প্রতি রুবলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ৬৩ থেকে ৭০ টাকার মধ্যে থাকতে পারে।"
রুবলের দামের সঙ্গে বেড়েছে রাশিয়ার স্টক সূচকও।
এসময় ডলার নির্ভর আরটিএস সূচক ৪.২ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮০.১ পয়েন্টে। অন্যদিকে রুবল নির্ভর মোএক্স রাশিয়ান সূচক ২.৭ শতাংশ বেড়ে দুই হাজার ৩৬৮.৬ পয়েন্টে পৌঁছে।
- সূত্র: রয়টার্স