করোনা: কোয়ারেন্টাইনে রোনালদো
করোনার থাবায় ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। সে দেশেই ফুটবলের জাদু দেখান পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুদিন আগেই দর্শকশূন্য মাঠে খেলতে নেমেছিলেন।
জয় উদযাপন করেছেন ফাঁকা গ্যালারির দিকে তাকিয়ে, কাল্পনিক দর্শককে উদ্দেশ্য করে। এবার জানা গেল, 'হোম কোয়ারেন্টাইন'-এ দিন কাটাচ্ছেন এই জুভেন্তাস তারকা। খবর ডেইলি মেইলের।
ইতালির শীর্ষ ফুটবল ক্লাব জুভেন্তাসের সেন্টার-ব্যাক ডানিয়েল রুগানি করোনা আক্রান্ত হয়েছেন- এ খবর প্রকাশ পেলে রোনালদোর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার ভক্তরা। সোমবার ইতালিয়ান লিগ বন্ধ ঘোষণার আগে রোববার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে ২-০ গোলের জয় পায় জুভেন্তাস। ওই ম্যাচে একই ড্রেসিং রুমে ছিলেন রোনালদো ও রুগানি ।
বুধবার জুভেন্তাস এক বিবৃতিতে জানায়, দলের অনুশীলনে রোনালদো এদিন অংশ নেননি। তিনি বরং পর্তুগালের মাদেইরাতে, নিজ বাড়িতে 'হোম কোয়ারেন্টাইন'-এ বা অন্যদের চেয়ে আলাদা হয়ে রয়েছেন।
খবরে প্রকাশ, স্ট্রোকে অসুস্থ মাকে দেখতে সম্প্রতি ইতালি থেকে পর্তুগাল গিয়েছেন রোনালদো। মাকে দেখে ইতালিতে ফেরার কথা ছিল তার। কিন্তু করোনায় বিপর্যস্ত দেশটিতে তিনি ফেরেননি। ঝুঁকি এড়াতে স্বেচ্ছায়ই বেছে নিয়েছেন 'হোম কোয়ারেন্টাইন'।