বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, ১০ যাত্রী নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী নিহত হয়েছেন।
যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল।
ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন মারা যান।
এছাড়াও গুরুতর আহত আরও ২০ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ খবর নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
তীব্র গতিতে ধাক্কা লাগায় বাসটি গাছ ফুঁড়ে ভেতরে ঢুকে যায়। ফলে বাসটিকে কেটে নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।