বর্ণমালা কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর দনিয়ায় অবস্থিত বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার (২৮ মে) দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় 'বর্ণমালাকে রক্ষায় আমরা বদ্ধপরিকর', 'বর্ণমালাকে নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না'- এ ধরনের স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন অংশগ্রহণকারীদের হাতে দেখা যায়।
তারা বলেন, কয়েক মাস ধরে কতিপয় কুচক্রীমহল শিক্ষাপ্রতিষ্ঠানটি ধ্বংসের পাঁয়তারা করছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
ইশা, জান্নাত, খাদিজা আফরিন- সবাই বর্ণমালা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানটিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার হচ্ছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাই।