আমের কেজি ৩ লাখ!
ভারতের আলিপুরদুয়ারে আমগাছের নজরদারিতে সিসি ক্যামেরা লাগিয়েছেন এক ব্যক্তি। জাপানি 'মিয়াজাকি' জাতের এই আমের দাম কেজিপ্রতি ১০০, ২০০ কিংবা হাজার নয়; বরং ২ লাখ ৭০ হাজার রুপি।
এমনটাই দাবি আলিপুরদুয়ারের আম চাষির। কিন্তু কী এমন আম যার দাম প্রায় তিন লাখ রুপি?
আলিপুরদুয়ার শহরের বাসিন্দা লোচা দেবের দাবি, এক কেজি মিয়াজাকি আমের দাম প্রায় তিন লাখ টাকা। এই জাপানি আমগুলো বেশ বিরল জাতের আম।
কলকাতা থেকে ২ হাজার টাকা করে চারটি চারা কিনে নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর তিনি সেই চারা নিজের বাগানে বপন করেন।
এর আগে, ভারতের মধ্যপ্রদেশের এক দম্পতি এই আম গাছ পাহারার জন্য সশস্ত্র বাহিনী ও কুকুরও রেখেছিল। তবে সশস্ত্র বাহিনী রাখার মতো পরিস্থিতি লোচা দেবের নেই। সেকারণে রাত জেগে আম পাহারা দিচ্ছেন তিনি। এর সঙ্গে আম গাছের চারপাশে আটটি সিসি ক্যামেরাও লাগিয়েছেন।
জানা যায়, জাপানের কিউসু প্রদেশের মিয়াজাকি শহরে প্রথমে দেখা গিয়েছিল এই জাতের আম। সেই শহরের নাম অনুসারেই এই আমের নাম মিয়াজাকি।
আন্তর্জাতিক বাজারে এই আম একেবারে বহুমূল্য। মিয়াজাকি আমের এক একটির ওজন প্রায় ৩৫০ গ্রাম করে হয়।