মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বেতন বৃদ্ধির দাবিতে আজ শনিবার (৪মে) রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকেরা। এসময় তারা প্রধান প্রধান সড়কও অবরোধ করে।
বিক্ষুদ্ধ শ্রমিকেরা মিরপুর ইনডোর স্টেডিয়াম এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি'র একটি বাস-সহ দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী-কমিশনার (মিরপুর জোন) মোহাম্মদ মাহবুব টিবিএস'কে বলেন যে, শ্রমিকেরা মোটরসাইকেল দুটিতে আগুন লাগিয়েও দেয়।
শনিবার বিকেল থেকেই শত শত পোশাক শ্রমিক মিরপুর ১০ মোড়, পল্লবী, মিরপুর ইনডোর স্টেডিয়াম, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও কচুক্ষেত মিলি মার্কেট এলাকার রাস্তায় অবস্থান নেয়। বিক্ষোভের কারণে মিরপুরের প্রধান প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শনিবার সকাল থেকেই পোশাক শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। দুপুরের খাবার বিরতির পর তাদের সাথে আরও শ্রমিক যোগ দেয়। সাম্প্রতিক মূল্যস্ফীতির কারণে এসময় তারা বেতন বৃদ্ধির দাবি করে।
নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বিক্ষোভরত শ্রমিকেরা বলেন, তারা এখন জীবনযাপনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। "অবিলম্বে আমাদের বেতন ও অন্যান্য ভাতা বাড়াও"- এমন স্লোগান দেন তারা।
এদিকে বাস ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ শ্রমিকদের জমায়ত ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে, পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকেরা।