রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিকের জামিন
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা বুধবার দুপুর দেড়টার দিকে তাকে জামিন দেন।
এর আগে বুধবার সকাল সোয়া ৯টার দিকে তার জামিন আবেদন করা হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন ফজলে এলাহীর আইনজীবী মুক্তার হোসেন।
ফজলে এলাহীর স্ত্রী সেলিনা সুলতানা সুমির জানান, তাকে ৭ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে তাকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।
২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।
২০১৭ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন পরিচালিত ডিসি বাংলো পার্কে একটি রেস্টুরেন্টের মালিকানা দাবি করে সাবেক নারী সাংসদ ফিরোজা বেগম চিনুর বড় মেয়ে নাজনীন আনোয়ার নিপূণ। এসময় খোদ জেলা প্রশাসকের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেন নিপূণ।
সে সংবাদ প্রকাশ হয় রাঙ্গামাটির আঞ্চলিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও অনলাইন পোর্টাল পাহাড় টুয়েন্টি ফোরসহ দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এরপর সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন নিপূণ।
ফজলে এলাহীর স্ত্রী সেলিনা সুমি বলেন, "চিনুর বিরুদ্ধে ২০২১ সালে একটি নিউজ করেছিলেন আমার স্বামী, ডিসি পার্কের একটি রেস্টুরেন্টের লিজ নেওয়ার বিষয়ে। হঠাৎ আজকে পুলিশ এসে জানাল তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। আমরা কিছুই জানতাম না।"
এ বিষয়ে রাঙ্গামাটির তৎকালীন ডিসি মামুনর রশিদ টিবিএসকে বলেন, "তারা অবৈধভাবে পার্কের জায়গা দখল করতে চেয়েছিলেন। সেই সত্য লিখায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।"
"আমার বিরুদ্ধেও চারটি মামলা করেছিলো৷ সে সব আদালতে টেকেনি।"
ফজলে এলাহী জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তিনি।