বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, দলে তিন নতুন মুখ
টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে মিশন শুরু হবে বাংলাদেশের। আর ছয়দিন পর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন তিন মুখ। বিশ্রামে থাকায় পুরো সিরিজেই অলরাউন্ডার জেসন হোল্ডারকে পাচ্ছে না ক্যারিবীয়রা।
অ্যান্টিগার স্যার ভিভি রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৬ জুন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে ২৪ জুন। প্রথম টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল, ম্যাচটি শুরু হবে ১০ জুন।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ডাক পাওয়া তিন নতুন মুখ হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোটি ইতোমধ্যে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের।
তিন নতুন মুখ ছাড়াও রিজার্ভ হিসেবে আরও দুজনকে রাখা হয়েছে। এর মধ্যে একজন ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজনারায়ন চন্দরপল। বাকি জন হলেন শারমন লুইস।
লম্বা সময় ধরে আইপিএল খেলায় দেশে ফিরে বিশ্রাম চেয়েছিলেন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটেই বোর্ড তাকে বিশ্রাম দিয়েছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, 'অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি। কারণ সে বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বিরতি চেয়েছে। বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই সে দলে থাকছে না।'
প্রাথমিকভাবে দলে জায়গা পাননি তারকা পেসার কেমার রোচ। ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার। ফিটনেস প্রমাণ সাপেক্ষে ১৩তম সদস্য হিসেবে যুক্ত স্কোয়াডে যোগ দেবেন তিনি। দলে নেই আরেক অভিজ্ঞ পেসার শ্যান গ্যাব্রিয়েলও।
টেস্ট সিরিজ শেষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দল। ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল । ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।
ফিটনেস প্রমাণ সাপেক্ষে: কেমার রোচ।
রিজার্ভ: তেজনারায়ন চন্দরপল, শারমন লুইস।