মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, মিছিল দিল্লিসহ ভারত জুড়ে
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ক্রমেই প্রতিবাদ জোরালো হচ্ছে দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায়।
কানপুরের গত শুক্রবার জুমার নমাজের পর যে প্রতিবাদ হয়েছিল, তার আঁচ দেশটির বিভিন্ন স্থানে উঠে আসছে। এদিন দিল্লিতে ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সরব হন প্রতিবাদীরা। তাদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে।
শুধু দিল্লিই নয়, গতকাল হাওড়ার ডোমজুড়েও প্রবল প্রতিবাদের রেশ নেমে এসেছিল। এছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে প্রতিবাদে সরব হন মানুষ। শুক্রবার দিল্লিতে জামা মসজিদে শুক্রবারের নমাজের পর প্রতিবাদে শামিল হন অনেকেই। চলে স্লোগান।
এদিকে, জামা মসজিদের শাহি ইমাম জানান, কোনো প্রতিবাদ কর্মসূচি মসজিদ থেকে করা হয়নি। প্রাথমিকভাবে আধঘণ্টা ধরে এই প্রতিবাদ চলে। তারপর প্রতিবাদীরা ছড়িয়ে-ছিটিয়ে যান। এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরে তারা ফের জমায়েত করেন।
এদিকে, কানপুরের ঘটনার পর পরিস্থিতি ঘিরে প্রবল প্রতিবাদে সরব হয়েছে লখনউ, ফিরোজাবাদ, দেওবন্দ, প্রয়াগরাজ, মোরাদাবাদের মতো এলাকা। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন শত শত মানুষ।
নবাবগঞ্জে ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানা গেছে। কানপুরের ঘটনার পর গোটা উত্তরপ্রদেশে এই প্রতিবাদের মিছিল ঘিরে বহু জায়গাতেই আজ থমথমে পরিস্থিতি বিরাজ করছে।