দারুণ লড়েও হেরে গেল বাংলাদেশ
শুরুতেই পিছিয়ে পড়লো বাংলাদেশ। কিন্তু সমতায় ফিরতেও লাগলো না সময়। এরপর প্রথমার্ধে দারুণ ছন্দময় ফুটবলে শাসন করে গেল জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয়ার্ধেও দেখা গেল হার না মানতে চাওয়া বাংলাদেশকে। কিন্তু শেষ পর্যন্ত সেই ধারায় থাকা হলো না। দারুণ লড়াই করেও তুর্কমেনিস্তানের বিপক্ষে হেরে গেল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
শনিবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমিনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের হয়ে একটি করে গোল করেন আন্নাদুরদিয়েউ আলতিমিরাত ও আমানউ আরসলানমিরাত। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহীম।
এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হারে তারা। হার দিয়ে আসর শুরু করা তুর্কমেনিস্তান দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো। আগামী ১৪ জুন নিজেদের তৃতীয় স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
'ই' গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মালয়েশিয়া। এক ম্যাচ জয়ে ৩ পয়েন্ট স্বাগতিকদের ঝুলিতে। বাহরাইনও তাদের প্রথম ম্যাচ জিতেছে। সমান পয়েন্ট হলেও গোল ব্যধানে তারা দুই নম্বরে। ২ ম্যাচে একটিতে জয় পাওয়া তুর্কমেনিস্তান ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। দুই ম্যাচই হেরে যাওয়া বাংলাদেশের অবস্থান তলানিতে।
ম্যাচ শুরুর বাঁশি বাজতেই আক্রমণ সাজাতে শুরু করে তুর্কমেনিস্তান। দ্বিতীয় মিনিটেই আক্রমণ সাজায় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫৪ ধাপ এগিয়ে থাকা দলটি। কর্নারের পর ডি-বক্সে বল পেয়ে শট নেন বাবাজানোভ জাফর, তার নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে যায়। প্রথম সাত মিনিটের মধ্যেই চারটি কর্নার আদায় করে তারা। চতুর্থটি কাজে লেগে যায়। কর্নার থেকে বল পেয়ে আন্নাদুরদিয়েভ আলতিমিরাতের কোনাকুনি শট জড়িয়ে যায় বাংলাদেশের জালে।
গোল হজমের কিছুক্ষণের মধ্যেই নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। দ্বাদশ মিনিটে জালের ঠিকানাও মিলে যায়। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে রাকিব হাসানের ব্যাক হেড তুর্কমেনিস্তানের গোলরক্ষক ফিস্ট করেও দলকে বিপদমুক্ত করতে পারেননি। একটু দূরেই সুযোগের অপেক্ষায় থাকা ইব্রাহিম হেড করে বল জাল জড়ান।
সমতায় ফিরে দারুণ ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। পাসিং ফুটবলে বেশ কয়েকটি আক্রমণ সাজায় তারা। প্রধমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে। বিরতি থেকে ফিরে ছন্দ কিছুটা কমলেও লড়াই চালিয়ে যেত থাকে বাংলাদেশ। কিন্তু ৭৭তম মিনিটে পিছিয়ে যায় জামাল ভূঁইয়ার দল। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আলতিমিরাতকে আটকাতে পারেননি ডিফেন্ডার ইয়াসিন। এই ফরোয়ার্ডের বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে আলতো টোকায় গোল করেন আরসলান।
ম্যাচের শেষ দিকে গিয়ে তুমুল বৃষ্টি শুরু হয়। এর মাঝেই সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যেতে থাকে বাংলাদেশ। কিন্তু গোলের দেখা মেলেনি। তুর্কমেনিস্তানের বিপক্ষে এটা ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম সাক্ষাতেও হেরেছিল তারা। ২০০২ সালে এশিয়ান গেমসে ৩-১ গোলে জিতেছিল তুর্কমেনিস্তান।