পদ্মাসেতু নিয়ে গীতিনাট্য পরিবেশন করবে ঢাবি শিক্ষার্থীরা
গ্রীক বিদ্রুপাত্মক নাটকের আদলে পদ্মাসেতু নিয়ে ২৪ জুন গীতিনাট্য পরিবেশন করবে ঢাবি শিক্ষার্থীরা।
সকাল ১০টায় - কারওয়ান বাজার (সিএ ভবনের পাশের রাস্তা), সকাল ১১টায় - যাত্রাবাড়ী (জনপথ মোড়), দুপুর ১২টায় - কমলাপুর রেলওয়ে স্টেশন, বিকেল ৪টায় - কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিকেল ৫টায়- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার এবং সন্ধ্যা ল ৬টায়- টিএসসিতে (রাজু ভাস্কর্য) এ গীতিনাট্য পরিবেশন করা হবে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় থাকবেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।
তানভীর বলেন, সকল ষড়যন্ত্র, গুজব রুখে দিয়ে স্বপ্ন, সাহস, অহমিকার পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আগামী ২৫ তারিখে। দেশের এই উৎসবমুখর অর্জনে একটি দেশীয় সাংস্কৃতিক আয়োজন করতে চাচ্ছি যার মাধ্যমে বাংলার খেটে খাওয়া মানুষের কাছে এই উৎসবের বার্তা নিয়ে যেতে চাই৷ গ্রীক বিদ্রুপাত্মক নাটকের আদলে আমাদের দেশীয় লোকজ ধারায় তুলে ধরবো পদ্মাসেতু কেন্দ্রীক তথ্যভিত্তিক গীতিনাট্য৷ পুরো পরিবেশনা জুড়ে থাকছে পদ্মা সেতু নিয়ে সকল স্বচ্ছ তথ্য, এর পেছনের ষড়যন্ত্রের কথা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসী পদক্ষেপসমূহ এবং সর্বশেষ ২৫ জুন এর উদ্বোধন সংক্রান্ত বার্তা৷