প্রধানমন্ত্রীকে বরণ করতে পদ্মা নদীতে ৮০টি লাল-সবুজ নৌকা
পদ্মা সেতু উদ্বোধনের দ্বারপ্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে পদ্মা নদীতে প্রস্তুত আছে ৮০টি লাল-সবুজ নৌকা।
কূটনীতিবিদ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মাওয়া প্রান্তে পৌঁছেছেন।
পদ্মা সেতুর আকারে বানানো ৩৫০০ মানুষের ধারণক্ষমতা সম্পন্ন প্রধান অনুষ্ঠানস্থলে ১০০০ অতিথি এসেছেন।
শতভাগ দেশীয় অর্থায়নে ৩০,১৯৩.৩৯ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সড়ক ও রেলপথের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে ঢাকার সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করবে এ সেতু।
১৯৯৯ সালে প্রাক-সম্ভাব্যতা যাচাই সমীক্ষার মাধ্যমে এ প্রকল্প শুরু হয়। এরপর থেকে নানা চড়াই-উতরাই পার হয়েছে, বিতর্কের শিরোনাম হয়েছে এ প্রকল্প।
২০১৫ সালে সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে বিদেশি সাহায্য আসার পথ বন্ধ হয়ে যাওয়ায় আর নদীর গভীরতা বাড়ায় কাজ পিছিয়ে যায়।